হোম > শিক্ষা

নারী নির্যাতন ও ধর্ষণের জন্য রাষ্ট্রের নীরবতা দায়ী

মানববন্ধনে চবি ছাত্রী সংস্থা

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু অপরাধীদের বিচার করা হচ্ছে না। এসবের পেছনে রাষ্ট্রের নীরবতা ও সামাজিক উদাসীনতায় দায়ী।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চবি শাখা ছাত্রী সংস্থা কর্তৃক আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসার ছাত্রী ধর্ষণ এবং অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতন ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়।

নাহিমা আক্তার বলেন, আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। কিন্তু এখানে নারী ও শিশুরা নিরাপদ নয়। আজ আমরা এখানে দাঁড়িয়েছি শুধু প্রতিবাদ জানাতে নয়; বরং এ অপরাধের প্রতিকার ও জবাবদিহিতা চাইতে।

চবি ছাত্রী সংস্থার প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা বলেন, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নারীর ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ২৭ হাজার ৪৭৯টি। গড় হিসেবে প্রতি বছর পাঁচ হাজার নারী সহিংসতার শিকার হয়েছেন। শিশু নির্যাতনের ঘটনা তো রয়েছেই। এগুলো তো সংবাদ মাধ্যমে আসে। এর বাইরে অনেক ঘটনা সামনে আসে না লজ্জা ও ভয়ের কারণে।

নাহিমা আক্তার দীপার সভাপতিত্বে ও উমাইমা শিবলী রিমার সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

রাকসু নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ

রাকসুর গ্যাজেট প্রকাশ আজ, শপথ ২৬ অক্টোবর

যে ঘটনায় উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার

ঐক্যের অভাবে রাষ্ট্র এগুতে পারছে না: ড. মো. সবুর খান

শহিদ মীর মুগ্ধর নামে ছাত্রশিবিরের ‘ওয়াটার কর্নার’

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা

রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের কমপ্লিট শাটডাউন ঘোষণা

শিক্ষকদের দাবি যৌক্তিক ছিলো, আর্থিক কারণে সিদ্ধান্ত নেয়া যায়নি

মৃত্যুর আগে বর্ষার কাছে যে আকুতি করেছিলেন ছাত্রদল নেতা জোবায়েদ