মানববন্ধনে চবি ছাত্রী সংস্থা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা বলেছেন, বাংলাদেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু অপরাধীদের বিচার করা হচ্ছে না। এসবের পেছনে রাষ্ট্রের নীরবতা ও সামাজিক উদাসীনতায় দায়ী।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চবি শাখা ছাত্রী সংস্থা কর্তৃক আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসার ছাত্রী ধর্ষণ এবং অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতন ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়।
নাহিমা আক্তার বলেন, আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। কিন্তু এখানে নারী ও শিশুরা নিরাপদ নয়। আজ আমরা এখানে দাঁড়িয়েছি শুধু প্রতিবাদ জানাতে নয়; বরং এ অপরাধের প্রতিকার ও জবাবদিহিতা চাইতে।
চবি ছাত্রী সংস্থার প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা বলেন, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নারীর ওপর সহিংসতার ঘটনা ঘটেছে ২৭ হাজার ৪৭৯টি। গড় হিসেবে প্রতি বছর পাঁচ হাজার নারী সহিংসতার শিকার হয়েছেন। শিশু নির্যাতনের ঘটনা তো রয়েছেই। এগুলো তো সংবাদ মাধ্যমে আসে। এর বাইরে অনেক ঘটনা সামনে আসে না লজ্জা ও ভয়ের কারণে।
নাহিমা আক্তার দীপার সভাপতিত্বে ও উমাইমা শিবলী রিমার সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।