হোম > শিক্ষা

ছাত্রলীগের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ শুরু

ঢাবি সংবাদদাতা

দেড় দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সংঘটিত সব কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসীদের ও তাদের প্রশাসনিক সহযোগীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এই কর্মসূচি শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হবে।

এ সময় নেতাকর্মীদের হাতে ‘জাস্টিস ডিলেইট ইস জাস্টিস ডিনাইড’, ‘সে নো টু মোবক্রেসি’, ‘স্টপ মব জাস্টিস’, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারহীনতা, দায়মুক্তি নতুন ছাত্রলীগের জন্ম দিতে যথেষ্ট’, ‘ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস’, ‘আওয়ামী সিনেট-সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ বিভিন্ন স্লোগানে প্ল্যাকার্ড দেখা যায়।

কর্মসূচি বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দেড় দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে অপরাধ করেছিল, গেস্ট রুম, গণরুমসহ বিশ্ববিদ্যালয়ে বিরোধী মতের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের ওপর যে রকম নির্যাতন চালিয়েছিল, সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ও অ্যাকাডেমিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে এই মার্চ ফর জাস্টিসের মধ্য দিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করব।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল শাখা ইউনিটের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫

এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

মেডিকেল-ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কেন্দ্রসচিবদের প্রতি একগুচ্ছ নির্দেশনা

মোবাইল আসক্তি দূর করতে তরুণদের ইতিবাচক কাজ করতে হবে

ঢাবিতে একটি আসনের জন্য লড়েছেন ৩৯ জন