হোম > শিক্ষা

বিপ্লবী ছাত্রশক্তির আত্মপ্রকাশ হতে পারে আজ

নতুন ছাত্রসংগঠন

ঢাবি সংবাদদাতা

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রনেতাদের নেতৃত্বে ছাত্রসংগঠন ‘বিপ্লবী ছাত্রশক্তি’-এর আত্মপ্রকাশ হতে পারে আজ মঙ্গলবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করার কথা রয়েছে।

ইতোমধ্যে নতুন ছাত্রসংগঠনটির ঘোষণাপত্র তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব প্রায় চূড়ান্ত হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, নতুন ছাত্রসংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক প্রধান এ চারটি পদ থাকছে। বর্তমানে কত সদস্যের কমিটি প্রকাশ হবে, সেটি নিয়েও আলোচনা হচ্ছে। একমত হওয়া গেছে মঙ্গলবারের মধ্যে কমিটি ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, মঙ্গলবার ছাত্রসংগঠনের নতুন কমিটি প্রকাশ করার কাজ চলছে। সংগঠনের নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’ রাখার বিষয়েই কথা হচ্ছে। খুব সম্ভবত এটাই রাখা হবে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ঢাবির মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন একটি ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের বিষয়ে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সরকারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষার কার্যক্রম স্থগিত

যেসব পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

বিজয় দিবসের আগে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই ছাপা শেষ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫

এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

মেডিকেল-ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ