হোম > শিক্ষা

এরপরেও কী আপনারা চুপ থাকবেন?

রাফিয়ার বাসায় অগ্নিসংযোগের পর ঢাবি শিক্ষিকা

আমার দেশ অনলাইন

ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে নগরের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। এরই মধ্যে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঢাবি লোকপ্রশাসন বিভাগের শিক্ষক এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি হিজাবী ও নন হিজাবী নারীদের প্রতি কিছু মানুষের দ্বিচারিতার সমালোচনা করেন।

পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি লেখেন—রাফিয়ার ময়মনসিংহের বাসায় হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। জুলাই পরবর্তী সময়ে যারা নারীদের নিয়ে চিন্তিত ছিলেন, তাদেরকেই দেখেছি রাফিয়ার প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ঝাড়তে কিংবা চুপ থাকতে।

তিনি বলেন, আজকে রাফিয়ার বাসায় অগ্নিসংযোগের পরেও কী আপনারা চুপ থাকবেন? নাকি ‘রাফিয়া হিজাবি/রাফিয়া শিবির/রাফিয়া শত্রুপক্ষ ‘ভেবে, ওর প্রতি হওয়া সকল বুলিং, হ্যারাসমেন্ট, আর আজকে ওর বাসার সামনে আগুন ও ককটেল ফোটানোকে জাস্টিফাই করবেন?

ঢাবির এ শিক্ষক আরও বলেন, আপনারা যতবার জুলাই এর পক্ষের শক্তিকে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে ভাঙতে থাকবেন, ততবার আওয়ামী স্বার্থান্বেষী ও সন্ত্রাসীরা আমাদের জন্য তথা নারীদের জন্য হুমকি হয়ে ফিরে আসবে... কখনো অনলাইনে কখনো বাস্তব জীবনে।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি শিবিরের

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই দিতে চায় এনসিটিবি

তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

চবি শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

‘নবান্ন উৎসব’ নিয়ে ভিন্নধর্মী আয়োজন ঢাবি ছাত্রদলের

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে লাগবে তত্ত্বাবধায়ক সরকার

রাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার আমার দেশের ফাহিম

কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিং ২০২৬ এর শীর্ষে গাকৃবি