হোম > শিক্ষা

উরি র‌্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আমার দেশ অনলাইন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) র‌্যাঙ্কিংয়ে ২০২৫ এর ‘টেকনোলজি এন্ড ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন’ এবং গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিস ক্যাটাগরিতে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারো প্রথম স্থান অর্জন করেছে।

শুক্রবার গাকৃবির জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৬টি ক্যাটাগরি সম্বলিত এ র‌্যাঙ্কিং গত বৃহস্পতিবার উরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা শীর্ষ ১০০টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবি রয়েছে ৭৭তম স্থানে। এছাড়া বিশ্বের শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ৩৩১তম, যা বাংলাদেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম।

তিনি আরও বলেন, উরি র‌্যাঙ্কিংয়ে ২০২৪ সালেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টেকনোলজি ইনোভেশনে প্রথম হয়েছিল গাকৃবি। এর আগে চলতি বছরের শুরুতে টাইমস হায়ার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’ এ দেশসেরা হয়েছিল গাকৃবি। এর মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল এ বিশ্ববিদ্যালয়।

এছাড়া টিএইচই ২০২৫ এর এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি শীর্ষস্থান অর্জন করে। গত জুন মাসে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৫ এ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছিল। তাছাড়া ২০২১ ও ২০২২ সালে সিমাগো র‌্যাঙ্কিংয়ে পরপর দুইবার দেশসেরা হয়েছিল গাকৃবি এবং কিউএস এর ২০২৩ র‌্যাঙ্কিংয়েও গৌরবময় অবস্থানে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ গৌরবময় অর্জন কেবল আমাদের নয়, এটি কৃষিবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রার প্রতিচ্ছবি। গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগযোগ্য জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি নিরলসভাবে। এ সাফল্যের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের সম্মিলিত শ্রম ও নিষ্ঠা।’

বিজয় দিবসের আগে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই ছাপা শেষ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ গ্রহণের আহ্বান শিক্ষা উপদেষ্টার

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫

এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় এগিয়ে মেয়েরা

মেডিকেল-ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কেন্দ্রসচিবদের প্রতি একগুচ্ছ নির্দেশনা