হোম > শিক্ষা

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও থানা ঘেরাও

প্রতিনিধি, জবি

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও বংশাল থানা ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে রায় সাহেব বাজার ও তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে। পরে তাঁতীবাজার মোড়ে গিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় তারা স্লোগান দেন— ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ইন্টারিম কী করে, আমার ভাইয়ের রক্ত ঝরে’— ইত্যাদি।

অবরোধে অংশ নেওয়া জবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি তাজা প্রাণ এভাবে ঝরে গেল! বিশ্বাসই করতে পারছি না। তাকে নিয়ে তার পরিবারের কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আরেক শিক্ষার্থী হাবিব বলেন, আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বংশাল থানার সামনে অবস্থান নিয়ে থানাকে ঘেরাও করেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

এদিকে, এর আগে রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলও জুবায়েদ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সমাবেশ থেকে ছাত্রদল নেতারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে খুন হন জবি ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। তিনি জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর

জকসু নির্বাচনে টাকার খেলায় মেতে উঠেছে বিভিন্ন প্যানেল

ঢাকা কলেজের সকল রুটে আজ থেকে বাস বন্ধ

ভাইকে তো পাব না, অন্তত বিচার যদি পাই: বিশ্বজিতের ভাই

৫০তম বিসিএস প্রিলির নম্বর বণ্টনে বড় পরিবর্তন

কর্মস্থলে উপস্থিতির প্রত্যয়ন ছাড়া বেতন–ভাতা তুলতে পারবেন না প্রাথমিকে কর্মরতরা

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা প্রকাশ

ভর্তি পরীক্ষা: জাবিতে আসনপ্রতি লড়বেন ১১৯ শিক্ষার্থী

নতুন এমপিও নীতিমালা জারি, শিক্ষকদের একাংশ ক্ষুব্ধ

বদলি আদেশ প্রত্যাহারের চেষ্টায় আন্দোলনকারী প্রাথমিকের শিক্ষকেরা