হোম > শিক্ষা

মনিপুর স্কুলের সেই শিক্ষক বরখাস্ত

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে বিক্ষোভের মুখে রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল বালক (প্রভাতী) শাখার সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখলাক আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, অভিভাবকবৃন্দের লিখিত অভিযোগ এবং শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাস বর্জন ও আন্দোলনের প্রেক্ষিতে এডহক কমিটির সভাপতির নির্দেশক্রমে আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ ২৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে মনিপুর স্কুলের বাংলা বিভাগের শিক্ষক খলিলুর রহমান নয়নের বিরুদ্ধে ‘শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির’ অভিযোগে তার অপসারণের দাবিতে রোববার মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। মিরপুরে ৬০ ফিট রোডে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল বালক শাখায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের গণসাক্ষর সংগ্রহ ও পরে শাখা প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে অভিভাবকদের পক্ষে স্বাক্ষর করেন ডা. মঈন উদ্দিন। বিক্ষোভ চলাকালে শিক্ষকদের সঙ্গে বৈঠক বসেন সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান। তিনি দাবির বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি তুলে নেয়। তবে দাবি না মানলে সোমবারও এই বিক্ষোভ হবে বলে সংশ্লিষ্টরা ঘোষণা দেন। সে অনুযায়ী সোমবারও স্কুলটির বিভিন্ন শাখায় বিক্ষোভের ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গত বছরের ১১ নভেম্বর খলিলুর রহমান নয়নকে শোকজ ও বাধ্যতামুলক ছুটিতে পাঠিয়েছিল স্কুল কমিটি। তখন তিনি মনিপুর স্কুলের রূপনগর শাখায় কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি মূল বালক শাখায় যোগদান করায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস শাবিপ্রবির উপাচার্যের

ঢাবিতে প্রথমবারের মতো ‘পেট কার্নিভাল’, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীমা ছাড়ালে ঢাকা শহরের কোথাও থাকতে পারবেন না

মাদরাসা শিক্ষার্থীদের ছুটি নিয়ে বড় সুখবর

ঢাবি অধিভুক্ত সাত কলেজে চলছে ফাইনাল পরীক্ষার প্রশ্ন বাণিজ্য

শাকসু নির্বাচনের দাবিতে ফের শাবিপ্রবিতে বিক্ষোভ

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে জরুরি ১৪ নির্দেশনা

আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে: জকসু

শাকসু নির্বাচনের নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি