হোম > শিক্ষা

শহিদ মীর মুগ্ধর নামে ছাত্রশিবিরের ‘ওয়াটার কর্নার’

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের নামে দুটি সুপেয় পানির ফিল্টারের স্থাপন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে একটির উদ্বোধন করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী।

এ সময়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, শাখার অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, শাখার সাহিত্য সম্পাদক ও চাকসু জিএস সাঈদ বিন হাবিব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটি জানায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও শহিদ মিনারে দুটি সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে–এগুলো চাকসু নির্বাচনের পূর্বেই স্থাপনের কথা থাকলেও আচরণবিধির কারণে তা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি স্থানে পানির ফিল্টার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবেন।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, আমাদের এই ছোট উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সুপেয় পানির অভাব কিছুটা পূরণ হবে বলে আশা করছি। এসব কাজ মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু আমরা বারবার দাবি জানালেও তারা গড়িমসি, অনীহা ও দীর্ঘসূত্রতার কারণে এসব করতে পারেনি।

ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। কাটাপাহাড় দিয়ে এদিকে আসলে আমরা অনেক তৃষ্ণার্ত হয়ে পড়ি। এখন এর মাধ্যমে পানির তৃষ্ণা মেটাতে পারব। টেস্ট করে দেখলাম, পানির মান খুবই ভালো।

যে ঘটনায় উত্তাল বুয়েট, অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার

নারী নির্যাতন ও ধর্ষণের জন্য রাষ্ট্রের নীরবতা দায়ী

ঐক্যের অভাবে রাষ্ট্র এগুতে পারছে না: ড. মো. সবুর খান

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা

রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের কমপ্লিট শাটডাউন ঘোষণা

শিক্ষকদের দাবি যৌক্তিক ছিলো, আর্থিক কারণে সিদ্ধান্ত নেয়া যায়নি

মৃত্যুর আগে বর্ষার কাছে যে আকুতি করেছিলেন ছাত্রদল নেতা জোবায়েদ

ক্লাসে ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার যে বর্ণনা দিলেন বর্ষা-মাহির

শিক্ষকদের আমরণ অনশন: অসুস্থ হয়ে পড়ছেন অনেকে