হোম > শিক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৯ অক্টোবরের মধ্যে

স্টাফ রিপোর্টার

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৯ অক্টোবরের মধ্যে।

শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক হায়দার বলেন, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আশা করছি, এই সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে তা শেষ হয় ১৯ আগস্ট।

উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। তবে প্রায় ২৭ হাজারের কাছাকাছি সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হয়।

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

খুনের 'বড় প্ল্যান' বাস্তবায়ন করতে দেওয়া হবে না: বিক্ষোভে ডাকসু নেতারা

শিক্ষকদের বেতন সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

এমপিওভুক্ত শিক্ষক: ৭ম নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

ডুজা সদস্যদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ পিআইবির

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

বামপন্থিদের ধুয়ে দিলেন ঢাবি শিক্ষক মোনামি

ডাকসুর নেতা সর্বমিত্রকে ঢাবি প্রশাসনের শোকজ