সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিক্টিম ব্লেমিং শিক্ষক হত্যার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশ-বিদেশের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও নানা পেশার মানুষ। এক বিবৃতিতে তারা হুমকিদাতাকে যথাযথ আইনি শাস্তি দেওয়ার দাবি জানান।
গত ১১ আগস্ট সাহারা চৌধুরী নামে একজন শিক্ষার্থী ‘এন্টার্কটিকা চৌধুরী’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ড. মোহাম্মদ সারোয়ার হোসেন ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে উদ্দেশ্য করে দুটি কার্টুন প্রকাশ করেন। উক্ত কার্টুনে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী দুই শিক্ষক থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
অনলাইনে পাওয়া সাহারা চৌধুরীর মেনিফেস্টোতে দেখা যায়, তিনি পাশ্চাত্যের সন্ত্রাসবাদী গোষ্ঠীর আদলে সন্ত্রাসবাদকে নিজের রাজনৈতিক মতাদর্শ হিসেবে উল্লেখ করেছেন।
বিবৃতি তারা জানান যে এ ঘটনার পর কিছু শিক্ষকসহ ১৬২ জন নাগরিক একটি বিবৃতি দিয়েছেন যেখানে তাঁরা সন্ত্রাসবাদের নিন্দা জানানোর পরিবর্তে হুমকির শিকার দুই শিক্ষককে ক্ষমা চাইতে বলেছেন! এই ঘৃণ্য ভিক্টিম ব্লেমিং ভয়াবহ মবতন্ত্রের সবকটি লক্ষণ বহন করে।
বিবৃতিতে নিম্নস্বাক্ষরকারীগণ দাবি করেন, ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসের মতাদর্শ ও কর্মকাণ্ডের সাথে বিরোধ থাকলে তা পাল্টা রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মোকাবিলা করতে হবে। তাঁরা কোন আইন ভঙ্গ করে থাকলে তাঁদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে। কিন্তু সন্ত্রাসবাদের মাধ্যমে ভিন্নমতের মানুষদের নির্মূল করার আকাঙ্ক্ষা ৪৭, ৭১ ও ২৪ এর কাঙ্ক্ষিত আইনের শাসনভিত্তিক কল্যান রাষ্ট্রের ধারণার সম্পূর্ণ বিপরীত ।
বিবৃতিতে দুই শিক্ষকের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীকে বিচারের আওতায় আনার ব্যাপারে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও ইউজিসি নীতিমালা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা তা যাচাই করা হোক।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, আইন ও ন্যায়বিচারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই কেবল একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
স্বাক্ষর করেছেন যারা
১. ড. হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, কাতার
২. আনিসুর রহমান, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, ইলি লিলি & কোম্পানি, যুক্তরাষ্ট্র
৩. ড. হেলাল মোহাম্মদ খান, অ্যাসিস্ট্যান্ট টিচিং প্রফেসর, জর্জটাউন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
৪. ড. ফারুক ভূঁইয়া, অ্যসিস্ট্যান্ট প্রফেসর, ইউনিভার্সিটি অফ সাসেক্স, যুক্তরাজ্য
৫. ড. ফরহাদ হোসেন, অ্যসিস্ট্যান্ট প্রফেসর, সোফিয়া ইউনিভার্সিটি, জাপান
৬. ড. সিব্বির আহমেদ, পোস্ট ডক্টরাল গবেষক, ইউনিভার্সিটি অব ভারজিনিয়া, যুক্তরাষ্ট্র
৭. ড. আরীফুল হক, ইউনিভার্সিটি অফ হিউস্টন, যুক্তরাষ্ট্র
৮. ড. মোঃ রাফিউল বিশ্বাস, পোস্টডক্টরাল গবেষক, হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়, কাতার
৯. ড. রাশেদুল ইসলাম, পোস্টডক্টরাল রিসার্চার, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান
১০. ড. এস এম নাসির উদ্দিন, গবেষক, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি, কাতার
১১. ব্যারিস্টার শাইখ মাহদী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
১২. তাইয়িব আহমেদ, পিএইচডি গবেষক এবং ইন্সট্রাক্টর, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
১৩. নুসরাত সুবাহ্ বিনতে সাখাওয়াত, পিএইচডি গবেষক, ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া
১৪. মীর শাব্বির হাসান, পিএইচডি গবেষক, জর্জিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
১৫. মুহাম্মাদ উবায়দুল হক, একাডেমিক অফিসার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
১৬. সুমাইয়া রাবেয়া, রিসার্চ ফেলো, ইউনিভার্সিটি টঙ্কু আব্দুল রহমান, মালয়েশিয়া
১৭. মুসান্না গালিব, বিজনেস এনালিস্ট, টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
১৮. রাসেল মোহাম্মদ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, জাপান
১৯. শামসুল চৌধুরী, এডুকেশনাল কনসালট্যান্ট, ডেনমার্ক
২০. মিনহাজুল আবেদীন, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, তুরস্ক
২১. মুহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান, কানাডা
২২. শরীফ আব্দুল বাছেদ, পিএইচডি গবেষক, লাইপজিগ ইউনিভার্সিটি, জার্মানী
২৩. মুহাম্মাদ সাইফুল ইসলাম, আঙ্কারা ইউনিভার্সিটি, তুরস্ক
২৪. মোহাম্মাদ তালহা, রিসার্চ ফেলো, সিজিসিএস
২৫. হাসান মাহমুদ, ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি, কানাডা
২৬. ইশফাক ফারহান সিয়াম, জর্জটাউন ইউনিভার্সিটি, কাতার
২৭. রুবাইয়া মাহজাবিন, ইউনিভার্সিটি অব মিলান, ইতালি
২৮. মোঃ মোহাইমিনুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া
২৯. ফারহান সালেহ রাফিদ, আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, কাতার
৩০. মো. ওবায়দুল্লাহ, ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপি, যুক্তরাষ্ট্র
৩১. আবরার মোহসিন সামিন, রিসার্চ ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্র
৩২. আবরার আবির, কার্নেগি মেলন ইউনিভার্সিটি, কাতার
৩৩. শেখ তাশরীফ উদ্দিন, ওকলাহোমা স্টেইট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
৩৪. মুহাম্মদ আশরাফ আলী, রিসার্চ এসিস্ট্যান্ট, নর্থ ক্যারোলাইনা এ এন্ড টি স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
৩৫. শেখ মুযযাম্মিল হোসেন, আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া
৩৬. আবু ইউসুফ, পিএইচডি গবেষক, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান
৩৭. মোহাম্মদ আমিরুল ইসলাম, ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল, কানাডা
৩৮. এনামুল হক, লেকচারার, ফেনী ইউনিভার্সিটি, বাংলাদেশ
৩৯. মো: মনিরুল ইসলাম, পিএইচডি ফেলো, সুকুবা ইউনিভার্সিটি, জাপান
৪০. হযরত আলী, লেকচারার, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি, বাংলাদেশ
৪১. মোঃ আবু ছালেহ, পিএইচডি গবেষক, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান
৪২. সাবিত হোসেন, মুহাম্মদিয়া ইউনিভার্সিটি অফ জাকার্তা, ইন্দোনেশিয়া, এনএসটিসি রিসার্চ ফেলো, তাইওয়ান
৪৩. মোহাম্মদ ইশরাক, ইন্ডেপেন্ডেন্ট রিসার্চার
৪৪. মো: আবুল হাসান, পিএইচডি গবেষক, HSE ইউনিভার্সিটি, রাশিয়া
৪৫. ইয়াছিন আরাফাত, দিল্লি ইউনিভার্সিটি, ভারত
৪৬. তারিক মাহমুদ, ডেপুটি ডাইরেক্ট, ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স
৪৭. খান মোহাম্মদ নাজমুস সাকিব, ইয়েনি সাফাক মিডিয়া নেটওয়ার্ক, তুরস্ক
৪৮. আলিয়ার মির্জা, আলবায়রাক মিডিয়া নেটওয়ার্ক, তুরস্ক
৪৯. শাহরিয়ার কামাল, পিএইচডি গবেষক, নাগোয়া বিশ্ববিদ্যালয়, জাপান
৫০. মোঃ মমিনুল ইসলাম, পিএইচডি গবেষক, হোক্কাইডো বিশ্ববিদ্যালয়, জাপান
৫১. মোহতাসিম হাফিজ, জর্জটাউন ইউনিভার্সিটি কাতার
৫২. মোঃ গোলাম মর্তুজা, পিএইচডি গবেষক, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া
৫৩. আহসান হাবিব, পিএইচডি গবেষক, ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
৫৪. মো: মাহাদী হাসান, রিসার্চ অ্যাসিসট্যান্ট, ইউনিভার্সিটি অব মালয়া, মালেয়শিয়া
৫৫. আহমাদ তকী, ডক্টোরাল রিসার্চার, ওহিও স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
৫৬. মো. রাকিবুল হাসান, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি অব লুইজিয়ানা অ্যাট লাফায়েত, যুক্তরাষ্ট্র
৫৭. মোঃ সুয়াইব হাসান, সহকারী নগর পরিকল্পনাবিদ, শেলটেক কনসাল্টেন্সি প্রাইভেট লিমিটেড
৫৮. এন এইচ এম আরাফাত, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব টলেডো, মার্কিন যুক্তরাষ্ট্র
৫৯. আল মাহফুজ, পিএইচডি গবেষক, ফ্লুরিডা টেক, মার্কিন যুক্তরাষ্ট্র
৬০. ফুয়াদ আল আবীর, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ আলাবামা-বার্মিংহাম, মার্কিন যুক্তরাষ্ট্র
৬১. কাজী জহিরুল ইসলাম, মেরসিন ইউনিভার্সিটি, তুরস্ক
৬২. আব্দুল মুহাইমিন, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, বিলকেন্ত ইউনিভার্সিটি, তুরস্ক
৬৩. শেখ মোঃ সাজেদুল করিম, রিসার্চ ফেলো, সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক সায়েন্স, হ্যাম্পটন ইউনিভার্সিটি, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
৬৪. তাহমিদ ফায়েক, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬৫. তাহমিদুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
৬৬. নাজিব আব্দুল্লাহ, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬৭. জুয়াইরিয়া বিনতে আনোয়ার, ইকনোমিক এনালিস্ট, বাংলাদেশ
৬৮. তাসনিম বিনতে মাকসুদ, ইউনিভার্সিটি অফ হিউস্টন, যুক্তরাষ্ট্র
৬৯. মো: মোজাহিদুল ইসলাম, পিএইচডি গবেষক, যুক্তরাষ্ট্র
৭০. মোঃ মাইনুল ইসলাম, পিএইচডি গবেষক, টেক্সাস এ & এম ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
৭১. মোঃ তৌফিকুর রহমান, ব্যাংকার, বাংলাদেশ
৭২. মো: হাবিবুর রহমান, পিএইচডি স্টুডেন্ট, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি, কাতার
৭৩. জুনাইদ আলমামুন, পিএইচডি স্টুডেন্ট, ওয়েইন স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র