হোম > বিনোদন

প্রয়াত তারকাদের স্মরণ করল শিল্পী সমিতি

বিনোদন রিপোর্টার

ঢাকাই সিনেমার যেসব কিংবদন্তি শিল্পীরা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শিরোনামের অনুষ্ঠানটি আজ রোববার এফডিসির শিল্পী সমিতির আঙিনায় অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের নতুন-পুরাতন শিল্পীদের অনেকে। অনেকদিন পর তারকাদের পদচারণায় মুখরিত হয় এফডিসি। এই আয়োজনে অংশ নিয়েছিলেন অনেক তারকা শিল্পী।

আয়োজনে অংশ নিয়ে অসংখ্য জনপ্রিয় সিনেমার অভিনেতা আহমেদ শরীফ বলেন, ‘প্রশংসিত এক উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। আমরা শিল্পীরা এফডিসিতে আসতে চাই। কিন্তু এর আগে এমন আয়োজন হয়নি। এবারই প্রথম প্রয়াত শিল্পীদের পরিবার নিয়ে এই আয়োজন করা হয়৷ বর্তমান শিল্পী সমিতিকে ধন্যবাদ।’

একই কথা বলেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। তিনি বলেন, ‘অনেক দিন পর শিল্পী সমিতির আয়োজনে অংশ নিয়ে ভালো লেগেছে। অনেক সহকর্মীর সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে। ভালো একটা সময় কেটেছে।’

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রয়াত নৃত্য পরিচালক মাসুম বাবুলের ছেলে বলেন, আমার বাবা নেই কিন্তু তাকে স্মরণ করেছে শিল্পী সমিতি। অনেক ধন্যবাদ সমিতিকে৷ চলচ্চিত্রের সোনালি সময় নেই কিন্তু সবাই চেষ্টা করছে ফিরিয়ে আনতে। বাবা পরিবারের চেয়ে সিনেমা বেশি ভালোবাসতো। নিজের কথা চিন্তা না করে সমিতিতে আসতো। সমিতি তাকে আজ স্মরণ করার জন্য ধন্যবাদ।

আয়োজন প্রসঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রয়াত শিল্পীদের পরিবার এবং গুণী শিল্পীরা সাড়া দিয়ে আয়োজনে অংশ নিয়েছে। প্রত্যাশার চেয়ে আমরা বেশি সাড়া পেয়েছি। অনেক সিনিয়র শিল্পী এদিন হাজির হয়েছেন। প্রয়াত অনেক শিল্পীর পরিবার উপস্থিত ছিল। এছাড়া চলচ্চিত্রের অনেকেই উপস্থিত ছিলেন। সবাই আয়োজনে খুশি, এতেই আমাদের সার্থকতা।’

চিত্রনায়ক সনি রহমান বলেন, আমরা চেষ্টা করেছি সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার৷ সবার সহযোগিতায় সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’র ব্যানারে এই উদ্যোগের নেপথ্যে ছিলেন শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যোকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য চুন্নু, রুমানা ইসলাম মুক্তি, সনি রহমান ও অভিনেতা শিবা শানু।

এই বয়সেও অভিনয়ে অনবদ্য দিলারা জামান

নতুন বছরের শুরুতেই তন্ময় সোহেলের দশ নাটক

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ফুসফুস সংক্রান্ত পেশাগত রোগ নিয়ে শিল্প প্রদর্শনী

সম্পর্কের টানাপোড়েনের গল্পে ইরফান সাজ্জাদ-জিম

আবারো প্রেক্ষাগৃহে সালমান শাহ’র সিনেমা

খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে পুঁথি ও কিচ্ছা গেয়েছেন দিলরুবা খান

স্ত্রী-সন্তানের জানাজা বঞ্চিত করা অমানবিক: আশফাক নিপুণ

রাজনৈতিক বিরোধে ইয়াশ-নীহা

‘এই রাত তোমার আমার’-এ সোহেল মেহেদী, সঙ্গে লাবণ্য