হোম > বিনোদন

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

বিনোদন রিপোর্টার

কনকচাঁপা ও খালেদা জিয়ার সহযোগী ফাতেমা

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান কণ্ঠ শিল্পী কনকচাঁপা।

হাসপাতাল থেকে বেড়িয়ে গণমাধ্যমকে তিনি বলেন, নাক দিয়ে হলেও উনি খাচ্ছেন এবং তার বডি ঔষধ রেসপন্স করছে। কালকের চেয়ে আজকে ভালো আছেন অনেকটা। উনার যে সার্বক্ষণিক সহযোগী ফাতেমা তার সাথেও দেখা হলো। যদিও সে খুবি আবেগ আপ্লুত। উনার কাছে ম্যাডামের খোঁজ নিলাম, শুনলাম ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ খাচ্ছেন এবং দুএকবার চোখ মেলে তাকাচ্ছেন।

আমরা সারা বাংলাদেশের মানুষ একযোগে এই একটা কারণে একত্রিত হয়েছি। আমরা দোয়া করে যাচ্ছি আল্লাহ দ্রুত উনাকে সুস্থতা দিন। আমার বিশ্বাস যে, এতগুলো হাতের মধ্যে কারো না কারো হাত আল্লাহ কবুল করবেন।

আল্লাহর কাছে আমার চাওয়া আল্লাহ যেকোন উপায়ে উনাকে আরাম দিক এবং হায়াতে তৈয়বা দান করুক।

এছাড়াও সামাজিক মাধ্যমে তিনি বলেন, আমাদের অবিসংবাদিত নেতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা সবাই জানি এবং এও জানি যে তাঁর ভালোর জন্যই হাসপাতালে ভিড় করা উচিত না বা যাবেনা বলে নিজেকে বুঝ দিয়ে দিনমান দোয়া করে যাচ্ছিলাম কিন্তু শেষমেষ মন আর মানলোই না।

এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সেই রুমের সামনে গিয়ে পৌঁছালাম যে রুমে ম্যাডাম এতদিন ছিলেন, এখন তিনি আইসিইউতে আছেন। কড়া নিরাপত্তার ভেতরেও কিছু মানুষ তো ছিলোই। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাহেবের সাথে দেখা হলো, কথা হলো চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস,উপদেষ্টা আমানুল্লাহ আমান, এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ,সাবেক ছাত্রনেতা সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম, ডাক্তার জুবাইদা রহমান সাহেবার বড় বোন শাহিনা খান জামান বিন্দু , ব্যারিস্টার মেহনাজ মান্নান ,মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রী শর্মিলা রহমান সাহেবা ওনাদের সাথে দেখা হয়ে কথা হলো এবং ম্যাডামের সার্বিক অবস্থা জানার চেষ্টা করলাম।

এফডিসিতে শেষ শ্রদ্ধা, দাফন উত্তরায়

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত