প্রিয় মালতী সিনেমা দিয়ে গত বছর বড়পর্দায় অভিষেক হলেও মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাবা’। পরিচালক মাকসুদ হোসাইন জানান, আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
‘সাবা’ সিনেমার গল্পে দেখা যাবে, শহরের মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান সাবা, যার বাবা গত হয়েছেন। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন। হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার। হঠাৎ হার্ট অ্যাটাক হয় সাবার মা শিরিনের। চিকিৎসক জানান, অপারেশন করতে হবে। দিশেহারা সাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কীভাবে বাঁচাবে মাকে?
নির্মাতা বলেন, পরিচালক হিসেবে ‘সাবা’ নিয়ে আমার লক্ষ্য ছিল এমন এক মা-মেয়ের গল্প বলা, যা দর্শকের হৃদয়কে ছুঁয়ে যাবে এবং গভীর এক আবেগের অভিজ্ঞতা দেবে। ‘সাবা’ মূলত ছেড়ে দেওয়ার সাহস নিয়ে একটি গল্প। আমি সবাইকে বলব- আপনার মায়ের হাত ধরে প্রেক্ষাগৃহে এসে ‘সাবা’ দেখুন এবং ভালোবাসার সেই অনন্য শক্তিকে একসঙ্গে অনুভব করুন।
মাকসুদ হোসেনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাবা (২০২৪) টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয়। সমালোচকদের প্রশংসা কুড়িয়ে পরে বুসান, রেড সি, গ্যোটেবার্গ, সিডনি, রেইনড্যান্সসহ বহু মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’ সিনেমায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ আরো অনেকে। বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে এবার দেশের দর্শক দেখতে পাবেন সিনেমাটি।