হোম > বিনোদন

বিরতি ভেঙে ফিরছে অপূর্ব-বিন্দু জুটি

বিনোদন রিপোর্টার

ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব ও লাস্যময়ী আফসানা আরা বিন্দু। এই জুটি একসময় টিভি নাটকের দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছেন। তবে বহুদিন ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি এ জুটিকে। অবশেষে বিরতি ভেঙে ফিরছেন অপূর্ব-বিন্দু। তবে কোনো নাটকে নয়, তাদের দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে। নাম ‘হেডলাইন’।

এ বিষয়ে জানা গেছে, ‘তাকদীর’ ও ‘কারাগার’খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী সিরিজটির চিত্রনাট্য রচনা করছেন। পরিচালনা করবেন সালেহ সোবহান অনীম। এ বিষয়ে আরো জানা যায়, সিরিজটিতে অপূর্ব ও বিন্দু ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন বর্তমান সময়ের হার্টথ্রব ইয়াশ রোহান। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য।

একটি সূত্র জানায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। এর পরেই শুটিংয়ে অংশ নেবেন। সিরিজটিতে তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই গল্পে বিন্দুকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পাবেন দর্শকরা। ইতোমধ্যেই চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন লাবণ্যে ভরা মিষ্টি হাসির এই অভিনেত্রী। আলোচিত বহু কাজের সঙ্গে এডিটর হিসেবে কাজ করেছেন সালেহ সোবহান অনীম।

‘হেডলাইন’ প্রসঙ্গে এখনই বিস্তারিত তথ্য জানাতে চান না। অনীম বলেন, চিত্রনাট্যের কাজ চলছে। আরো মাসখানেক সময় লাগবে। সবকিছু ঠিকঠাক হলে সিগন্যাল পেলেই শুটিংয়ে নামব।

আবারো একসাথে রাজ-মীম

বিটিভিতে শাম্মীর রচিত নাটক ‘ব্যাচেলর ডায়েরী’

সীমান্ত হত্যার প্রতিবাদে চলছে আলোকচিত্র প্রদর্শনী

হাদিকে নিয়ে মুশাহিদ মুনাওয়ারের ছয় গান

দুই দশকে এখনো শীর্ষে অপূর্ব

ম্যাজিক বাউলিয়ানায় সেরা ৫-এ ওঠার লড়াই

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডট’

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার

পর্দায় নবীন–প্রবীণদের চ্যালেঞ্জ

নতুন বছরে প্রথম সিরিজ ‘আঁতকা’