হোম > বিনোদন

বিশেষ দিবসে দর্শক কিছু দেখতে চায়: সামিরা

বিনোদন রিপোর্টার

বাবা-মা আদর করে নাম রেখেছিলেন ফারজানা ইয়াসমিন কলি। কিন্তু সামিরা খান মাহি নামেই পরিচিতি এবং দর্শকপ্রিয়তা পেয়েছেন এই মডেল ও অভিনেত্রী। সামনে ভ্যালেন্টাইন ডে, তার পরেই আসছে ঈদ। বর্তমানে ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘প্রশ্ন করো না’ শিরোনামের নাটক রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাইদুর ইমন।

নাটকটি প্রসঙ্গে মাহি বলেন, টিমের সবাই খুব দায়িত্বশীল হয়ে কাজ করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্পে চমৎকার একটি নাটক নির্মাণ হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

আর মাত্র কদিন পরেই ভালোবাসা দিবস, তারপর ঈদ। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ বিশেষ দিবসে দর্শক আমাদের কাছে বিশেষ কিছু দেখতে চায়, যার জন্য আমাদের পরিকল্পনা করে কাজ করতে হয়।

এ ছাড়া টেলিভিশন ও ইউটিউব নাটকের দর্শক আলাদা হওয়ায় আমাদের কাজের মধ্যেও ভিন্নতা থাকে। সব মিলিয়ে বিশেষ সময়ে কাজের চাপ সারাবছরের থেকেও বেশি থাকে। অনেক সময় দেখা যায়, বাসায় যাওয়ারও সময় হয় না। এক শুটিং সেট থেকে আরেক শুটিংয়ে চলে যেতে হয়। তবে উৎসবগুলোতে কাজের এমন ব্যস্ততা আমি উপভোগ করি।

অভিনয় প্রসঙ্গে মাহি জানান, কভিডের পর আমি নাটকে আসি। এর আগে মডেলিং করতাম। কিন্তু গার্লস স্কোয়াড নামক ধারাবাহিকে কাজ করার পর ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করি। তারপর থেকে নাটকে অভিনয়ের সুযোগ বেড়ে যায়। এর পর থেকে বিভিন্ন নাটকে অভিনয় করার সুযোগ আসতে থাকে আমার কাছে।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, র‍্যাম্প দিয়ে আমার ক্যারিয়ার শুরু। কোন মাধ্যমে কাজ করছি তা আমার কাছে কোনো বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব, টিভিতেও করব, চলচ্চিত্রেও করব। ভালো গল্প ও ভালো চরিত্রে কাজ করে ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে চাই।

এবার নির্বাচনি গান তৈরির হিড়িক জমজমাট ভোটের মাঠ

আবারো পরিচালনায় আবুল হায়াত

প্রকাশ্যে ফারহান-মাহির ‘শুধু তোমারই অপেক্ষায়’

দীর্ঘদিন পর বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’

আসছে মেঘদলের নতুন গান

তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের আদেশ

বর্ণবৈষম্যের গল্পে রহিম সুমনের টেলিছবি ‘জলটুঙি’

মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জনে মামলার হুঁশিয়ারি দিলেন অভিনেতা

ফিলিস্তিনের রক্তাক্ত সত্য ঠাঁই পেল অস্কারে

আসছে শরাফ আহমেদ জীবনের ‘জ্ঞানী গণি-০৩’