নতুন প্রজন্মের নির্মাতাদের নির্দেশনায় কাজ করতে গেলে আবুল হায়াতকেও একটু বুঝেশুনে কাজ করতে হয়। আগের মতো টানা কাজের মধ্যেও যে তাকে থাকতে হবে এমন নয়। গল্প এবং চরিত্র ভালো লাগলে, পরিচালকের সঙ্গে আনুষঙ্গিক সব বিষয়ে বনিবনা হলেই আবুল হায়াত নিশ্চিন্তে কাজ করতে পারেন। এই বয়সেও তিনি অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন।
বলা যায়, নট আউট আবুল হায়াত। এরই মধ্যে সেলিম রেজার নির্দেশনায় একটি নাটকের কাজ শেষ করেছেন। যাতে তিনি কেয়া পায়েলের দাদুর চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১০ ডিসেম্বর তিনি আরাফাত মোহসীন নিধির ওয়েব সিরিজ ‘আৎকা’র প্রমোশনাল শুটিংয়ের কাজ করবেন।
এ ছাড়া আগামী ১২ ডিসেম্বর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আবুল হায়াত জানান, আগামী ঈদের জন্য তিনি রাবেয়া খাতুনের গল্পে তার নিজের চিত্রনাট্যে ‘সখিনা’ শিরোনামের একটি নাটক নির্মাণ করতে পারেন। যে কারণে কে হতে পারেন ‘সখিনা’ এই নিয়েই আপাতত তার ভাবনা। সঙ্গে সখিনার বিপরীতে কে অভিনয় করবেন সেটা নিয়েও ভাবছেন আবুল হায়াত।
আবুল হায়াত বলেন, ‘এখন পর্যন্ত সখিনা নিয়েই আমার পরিকল্পনা। এই মাসের শেষপ্রান্তে কিংবা আগামী মাসেই এর কাজ শেষ করতে চাই। নিজের নির্মাণ কাজের পাশাপাশি এরই মধ্যে নাটকে এবং ওয়েব সিরিজেও কাজ করেছি। যতটুকু ব্যস্ততা এখনো অভিনয় ঘিরেই। বাকি যে সময়টুকু থাকে তার বেশিরভাগই বাসায় থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি, পরিবারও চায় আমি যেন বাসায়ই থাকি। তারপরও মন মানে না। তাই মাঝে মাঝে কাজের মধ্যেই ডুবে থাকতে ভালো লাগে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’