হোম > বিনোদন

বাংলাদেশি শিল্পীদের প্রতি ভারতীয়দের ক্ষোভ

বিনোদন রিপোর্টার

ভারত-পাকিস্তান যুদ্ধে নাকানি-চুবানি খেয়ে সামাজিকমাধ্যমে ট্রলের শিকার মোদি সরকার। ভারতকে ট্রল করা হচ্ছে বাংলাদেশ থেকেও। এতেই চটে বিভিন্ন সময় ভারতের সুবিধা নেওয়া বাংলাদেশি তারকাদের খুঁজছে বিজেপির টিভি চ্যানেল রিপাবলিক বাংলা।

সম্প্রতি রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে বাংলাদেশি তারকাদের নাম ধরে ধরে ক্ষোভ ঝাড়েন টিভি উপস্থাপিকা স্বর্ণালী সরকার।

ভিডিওতে দেখা যায়, স্বর্ণালী সরকার বলছেন, “ভারতে এসে একের পর এক ছবি করেছেন ‘জয়া আহসান’। অথচ দেখেছেন কখনো? এত বড় ঘটনা ঘটার পরও, প্রত্যেক মুহূর্তে বাংলাদেশ থেকে চূড়ান্ত কদর্য মন্তব্য বাংলাদেশের বিভিন্ন সাধারণ থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত প্রকাশ্যে বলছে তাদের বন্ধু পাকিস্তান। জয়া আহসানের মুখে কখনো কোনো নিন্দা শুনতে পেয়েছেন আপনারা? না।”

তিনি বলেন, ‘রাফিয়াত রশিদ মিথিলা, সৃজিত মুখার্জির স্ত্রী। এখানকারই নাগরিক হয়ে গিয়েছেন প্রায়। শুনতে পেয়েছেন তার তরফ থেকে কোনো মন্তব? জিয়াউল ফারুক অপূর্ব, কাজ করছেন আজকাল, আমাদের বাংলা ছবিতে, কোনো রকম রিঅ্যাকশন, কখনো? নয়। গাজী আবদুন নূর, জনপ্রিয় সিরিয়াল রানী রাশমনির অত্যন্ত ঘনিষ্ঠ, জামাইয়ের ক্যারেক্টার করেছিলেন। তারপর থেকে জনপ্রিয় হয়ে গিয়েছেন। চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, শাকিব খান, ফেরদৌস আহমেদ, বিদ্যা সিনহা মীম, অপু বিশ্বাস, কোথায় এরা? চুপ করে ঘাপটি মেরে বসে রয়েছেন এখানে, আমাদের দেশে। আমরা পাকিস্তান পাকিস্তান করে চিৎকার করছি, পাকিস্তানের ফাহাদ খান থেকে শুরু করে আতিফ আসলামকে বয়কট করে দিলাম, অথচ এদের আমরা বাড়িতে পুষছি, ঘরে পুষছি, আমাদের শত্রু দেশের লোকজন।’

স্বর্ণালী আরো বলেন, ‘কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাঁজি। শুধু নিজেদের কাজ, কার্য উদ্ধারের জন্য এই দেশে বসে রয়েছেন, সেই সমস্ত বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে।’

রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘কাজ ফুরোলেই পাঁজি। পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও হোক ডিজিটাল স্ট্রাইক।’

শনিবার পর্যন্ত এই ভিডিওতে মন্তব্য পড়েছে প্রায় ছয় হাজার। এতে বেশিরভাগ মন্তব্যকারীই স্বর্ণালীর সঙ্গে ঐক্যমত পোষণ করেন। একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন দিদি, সাথে এদের যারা কাজ দেয়, তাদেরও একটা কিছু করা উচিত।’

উল্লেখ্য, রিপাবলিক বাংলায় উল্লিখিত তারকারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের সিনেমা, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয় করেছেন। বাংলাদেশেও উল্লিখিত তারকারা ভারতঘেঁষা হিসেবে পরিচিত এবং আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কোণঠাঁসা অবস্থায় আছেন। রিপাবলিক বাংলার মন্তব্যের বিষয়ে তারকাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

এফডিসিতে শেষ শ্রদ্ধা, দাফন উত্তরায়

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত