হোম > বিনোদন

বছরের শেষপ্রান্তে অর্ধ ডজন শো’তে লিজা

শুভ জন্মদিন

বিনোদন রিপোর্টার

বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শো’তে বেশ ব্যস্ত সময় পার করছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গতকাল রাতে তিনি রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত একটি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন।

তবে আজ তিনি কোনো শোতে গাইছেন না। কারণ আজ তার জন্মদিন। জন্মদিনে তিনি তার বাবা, মা, ভাই ও একমাত্র কন্যা ইয়াশা এ খন্দকারকে নিয়ে নিজের মতো করেই সময় কাটাতে চান। জন্মদিন নিজের মতো করেই পরিবারের সাথে উদযাপন শেষে আগামীকাল ২৩ ডিসেম্বর কক্সবাজারে, ২৫ ডিসেম্বর টাঙ্গাইলে, ২৬ ডিসেম্বর লক্ষীপুর, ২৭ ডিসেম্বর বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে (ঢাকায়) ও ৩১ ডিসেম্বর বগুড়ার মমইন-এ সঙ্গীত পরিবেশন করবেন লিজা।

এছাড়াও নতুন বছরের শুরুতেও টানা বেশ কয়েকদিন স্টেজ শোতেই ব্যস্ত থাকবেন লিজা। লিজা বলেন, ‘শুরুতেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার ভক্ত দর্শকের প্রতি কারণ তারা আমার উদ্যোগে প্রকাশিত দেশাত্মবোধক গান আমরা সবাই বাংলাদেশ ভীষণভাবে পছন্দ করেছেন। আমার বিশ্বাস দেশের গান হিসেবে এই গান বেঁচে থাকবে। কারণ গানটির কথা ও সুর এক কথায় চমৎকার। আর বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শোতে মোটামুটি ব্যস্ত আছি, এটাও ভালোলাগার বিষয়। কৃতজ্ঞতা সকল অনুষ্ঠানের আয়োজকদের প্রতি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আগামীতে আরো ভালোভালো মৌলিক গান উপহার দিতে পারি।’

বিজয় দিবসে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা’র উদ্যোগে ‘লিজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় লিজা’সহ আরটিভি ইয়াং স্টারের আরো ছয়জন শিল্পীর কন্ঠে দেশের গান ‘আমরা সবাই বাংলাদেশ’ শিরোনামের একটি গান। গানটি ১৪ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হবার পর শ্রোতা দর্শকের কাছে গানটি বেশ সাড়া ফেলে। কারণ গানটির কথা, সুর, গানটিতে শিল্পীদের গায়কী এবং সর্বোপরি গানটির মিউজিক ভিডিও সবাইকে মুগ্ধ করে। গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন ইমন সাহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।

আলিয়ঁস ফ্রঁসেজে আদিবাসী শিশুদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব

ওসমান হাদিকে নিয়ে মুনাইম বিল্লাহর ‘কোটি হাদির ডাক‘

নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর সময় বাড়লো

শিকড় সন্ধানী ‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়

‘জেল থেকে বলছি’- এক মধ্যবিত্ত সংসারের করুণ কহিনী

তন্ময়-মিমের নতুন তিন নাটক

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

গ্যালারি চিত্রকে শিল্পী আজওয়াদ আহমেদ-এর ‘একাকিত্বের দীপ্ত ছায়া’

এবার দেশের পর্দায় নতুন ‘অ্যাভাটার’