হোম > বিনোদন

ক্রিকেটে ভারতের ‘দাদাগিরি’ নিয়ে যা বললেন কুদ্দুস বয়াতি

আমার দেশ অনলাইন

সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। রোববার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৭ জন পরিচালককে নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতিও এই বিষয়ে সরব হয়েছেন।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কুদ্দুস বয়াতি লিখেছেন, ‘এক সময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর গতকাল রাতে বিসিবি পরিচালকরা অনলাইনে বৈঠক করেন। তখন অধিকাংশ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত পরিবর্তন করে তারা ভারতে বিশ্বকাপ না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান।

বিসিবির ক্রীড়া বিভাগের প্রধান নাজমুল আবেদীন গণমাধ্যমকে বলেছেন, ‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।’

এরপর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়টি সামনে আসে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত এই কারণে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিন ভারতের কলকাতায় বাংলাদেশের ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। গ্রুপ পর্বের আরো তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।

ঈদে আসছে শাকিব খানের ‘প্রিন্স’

সচেতনতা মূলক নাটক ‘ইংরাজি ইশকুল’ নিয়ে টুটুল চৌধুরী

দিঠি’র ‘উইন্টার গার্ডেন’-এ তারা

'ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে'

সবার প্রিয় হয়ে উঠেছেন 'ফাতেমা'

শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল

ভারতকে 'ধিক্কার' জানালেন মিশা সওদাগর

জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন ফাহমিদা নবী

দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে নতুন ধারাবাহিক

যেভাবে এলো আবু ওবায়দার ‘হাদি তুই ফিরে আয়’