হোম > বিনোদন

ওটিটিতে আসছে ‘ফাতিমা’

বিনোদন ডেস্ক

ছোট পর্দার প্রিয়মুখ তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’ এবার আসছে ওটিটিতে। ছবিটি ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। উৎসবটিতে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ। গত বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃতে মুক্তি পাওয়ার পরও দর্শকের ভালো সাড়া পেয়েছে সিনেমাটি।

ওটিটিতে আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। অভিনয়জগতে আসা নারীদের জন্য এক অনন্য বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ফাতিমা। যেখানে একাত্তরের মুক্তিযুদ্ধে সুবর্ণা নামের এক নির্যাতিতা নারীর চরিত্রে অভিনয় করেন ফাতিমা নামের এক নারী। সেই চরিত্রের টানাপোড়েন ফাতিমাকে পোড়াতে থাকে। প্রসাদ নামে ফাতিমার এক প্রেমিক থাকে, প্রসাদের সাথে পালিয়ে যাবার কথা থাকে ফাতিমার। সে স্টেশনে অপেক্ষা করে। প্রসাদ না আসায় ফাতিমা নিজেই চলে আসে শহরে। কী কারণে প্রসাদ সেদিন আসতে পারেনি, সেটাই সিনেমাটির আসল গল্প।

সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। সিনেমাটিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। এর সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন।

বিজয়ের মাসে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয় দিবসে মৌ-এর ‘ডাক্তার বাড়ি’

হাদির পক্ষে স্ট্যাটাস দেওয়ায় অভিনেত্রী চমককে হত্যার হুমকি

মারিয়া, ইমতু ও শাওনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে

শিল্পকলায় দুইদিনব্যাপী বিজয় উৎসব

আবারো সিনেমায় মিম

বিক্রি হচ্ছে বিনোদন সংস্থা স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্স’, অনিশ্চয়তায় হলিউড

যাত্রী হয়ে 'বনলতা এক্সপ্রেস'-এ উঠলেন তারা

মুক্তপ্রাণ মানবিক কবি আবদুল হাই মাশরেকী ছিলেন ভূমিপুত্র

অনির্বাণে ইকবাল খন্দকারের অতিথি ফারুক আহমেদ