হোম > বিনোদন

৩ শতাধিক রিক্সা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘রিকশা র‍্যালি’

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫

বিনোদন রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ সোমবার বিকেল ৩ ঘটিকায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ‘রিকশা র‍্যালি’ বের করা হয়।

অনুষ্ঠানে টি শার্ট, ক্যাপ, পতাকা ব্যান্ড, গামছা, বাংলা ঢোল, প্লেকার্ড, জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতিসহ পেইন্টিং এর মাধ্যমে বর্ণিল সাজে সজ্জিত হয়ে রিকশা ও রিকশা শ্রমিকগণ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি অংকন করে রিকশাগুলোকে বিশেষ বর্ণিল সাজে সজ্জিত করে প্রায় ৩০০টি রিকশা একযোগে একাডেমি থেকে কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল, মধুবাগ, মগবাজার হয়ে আবারো শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এ সময় র‍্যালিতে অংশ নেওয়া রিকশার মাইক থেকে বাজতে থাকে দেশাত্মবোধক ও জুলাইয়ে গান।

বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ সোহেল এঁর মাতা রহিমা বেগম। এছাড়াও উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ।

এরপূর্বে রাজধানীর বিভিন্ন স্থান থেকে রিকশাগুলো র‍্যালি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হয়। এরমধ্যে মতিঝিল (জনতা ব্যাংকের হেড অফিস) ৫০ টি রিকশা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, জিপিও থেকে ৫০টি রিকশা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, কমলাপুর (মতিঝিল আইডিয়াল স্কুল) থেকে ৫০ টি রিকশা কাকরাইল-মৎস ভবন হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, রামপুরা (মধুবাগ ব্রিজ) থেকে ৫০টি রিকশা) হাতিরঝিল-মগবাজার হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, কারওয়ান বাজার থেকে ৫০টি রিকশা বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং খিলগাঁও (জোড়পুকুর) থেকে রাজারবাগ-শান্তিনগর-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রবেশ করে। ৬টি স্থান থেকে সর্বমোট ৩০০টি রিকশা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মিলিত হয়।

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

যেমন করে সময় কাটছে শবনমের

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আসছে শারমিন কেয়ার দুই মৌলিক গান

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

মোশাররফ করিম-নীলার নতুন নাটক