হোম > বিনোদন

শুটিং হবে কবিরপুর ফিল্ম সিটিতে, এফডিসি থাকবে গবেষণার জন্য

এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আফসানা খানম আশা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটা ইকো সিস্টেমে আনা হবে। সামনে এই এফডিসিতে এসে কেউ শুটিং করবেন না, শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে। এফডিসির এই জায়গাটা থাকবে গবেষণার জন্য। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, পরবর্তী সময়ে যাঁরা দায়িত্বে আসবেন, তাঁরা কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম চলমান রাখবেন।

বিএফডিসিতে চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএফডিসির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। গত কয়েক মাসে বিএফডিসিতে এডিটিং, কালার গ্রেডিং-সহ অন্যান্য কারিগরি কাজের জন্য ব্যবহৃত রুমগুলো সংস্কার করা হয়েছে। এই কাজের বরাদ্দ পাওয়া খুব কষ্টসাধ্য ছিল। তারপরও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টায় কাজগুলো দ্রুত সম্পন্ন হয়েছে।

মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে সংশ্লিষ্ট সকলের কাজ করার সুযোগ থাকবে। বিদেশে থেকেও যদি কেউ কাজ করতে চান, তাহলে তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন। তিনি আশাপ্রকাশ করে বলেন, বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না। সিনেমার স্ক্রিপ্টিং থেকে শুরু করে উৎপাদন ও পরিবেশন ব্যবস্থা একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে।

একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সিনেমা হল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে সেহেতু প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।

অনুদানের সিনেমার বিষয়ে মাহফুজ আলম বলেন, আমরা ভালো সিনেমাকে অনুদান দিব। বাণিজ্যিক আর অবাণিজ্যিক কোন ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। বাণিজ্যিক ও অবাণিজ্যিক সব ভালো সিনেমাকেই আমরা অনুদান দিব।

এখনো দর্শক ভালো কনটেন্ট (আধেয়) দেখতে চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, দর্শকদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কনটেন্ট তৈরি করতে হবে। দেশীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ওপর ভিত্তি করে ভালো মানের কনটেন্ট নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও চিত্রনায়ক বাপ্পারাজ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষে হয় আনুষ্ঠানিকতা।

আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী’

‘হাওয়া’র পর আসছে নাজিফা তুষির ‘রইদ’

শেষ হলো শিরোনামহীনের বাতিঘর

‘ধ্বজো মেস্তরীর মরণ’ এবার কমলগঞ্জের নটমণ্ডপে

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে কার্লাস-এর শিল্পকর্ম প্রদর্শনী

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বকুলের ‘ঝরা পাতার চিঠি’

ওমরা পালনে ওমর সানী

বিজয়ের মাসে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘সিরাজউদ্দৌলা’

গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতি সংগ্রহে দিঠি

শোবিজ তারকাদের দেশ ছাড়ার কারণ জানালেন মিশা