হোম > বিনোদন > তারকা সংবাদ

শিবা শানু ও আব্দুল্লাহ রানার ব্যবসায়িক দ্বন্দ্ব

বিনোদন রিপোর্টার

চলচ্চিত্রের বর্ষীয়ান ভিলেন শিবা শানু ও ব্যাচেলর পয়েন্টখ্যাত অভিনেতা আব্দুল্লাহ রানার ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে একটি ওভিসি। ‘আরবিট ক্রিয়েটিভ হাব’ নির্মিত ওভিসিটি ইতোমধ্যে সুধীজনের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ই কমার্স-এফ কমার্স ব্যবসায়ীদের সচেতনতায় এবং ব্যবসার আসল রহস্যোদ্ধারের প্রয়াসে এই ওভিসি।

ওভিসিতে দুই প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর বক্তব্য থেকে জানা যায় : লোকবল দিয়ে যুদ্ধ জয় করা যায়, কিন্তু মার্কেট জয় করতে লাগে ব্যবসায়িক স্ট্রাটেজি। বড় বাজেট আর সেলিব্রিটি থাকলেই সেলস ডাবল হয় না। কাস্টমারের মাইন্ড হ্যাক করতে জানতে হয়।

মানুষ আপনার অ্যাড কেন সেভ করবে, আর কেনই বা আপনার পণ্য কিনতে বাধ্য হবে? ওভিসিতে জানানো হয়, বিজনেসকে শুধু একটি ‘প্রোডাক্ট বা সার্ভিস’ নয়, বরং কাস্টমারের কাছে ‘সমাধান’ হিসেবে পৌঁছে দিতে হয়। যার আধুনিক সমাধান নিয়ে এসেছে ‘আরবিট ক্রিয়েটিভ হাব’। স্বরূপ চন্দ্র দে-র নির্মাণে এবং কাজী কাদের নেওয়াজের গল্প ভাবনায় ওভিসিটিতে অভিনয় করেছেন- শিবা শানু, আব্দুল্লাহ রানা, জিএম জয়, ম্যাক মুকুল, সিনথিয়া আহমেদ, খলনায়ক সানওয়ার, নাদিম ইসলাম এবং শাহেদ ইসলাম। এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন মহি শান্ত, বিজিএম করেছেন রুবেল ফ্লাইংকাইটস, সেট ডিজাইন করেছেন কামরুজ্জামান সুমন, পোশাক সহায়তায় আর্ট, মেকওভারে মহসিন আহমেদ, সম্পাদনায় স্বরূপ চন্দ্র দে, কালারের দায়িত্ব পালন করেছেন এইচএম সোহেল, ভিএফএক্স করেছেন বি সোমেন। ওভিসিটির প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সজল আহমেদ, স্টিল ফটোগ্রাফি মো. সামিউল ইসলাম এবং প্রধান সহকারী হিসেবে ছিলেন আবু রায়হান।

মারা গেছেন ‘সীমানা পেরিয়ে’-এর নায়িকা জয়শ্রী কবির

পরীমনির থেকে মুক্তি চান আসিফ

আরশ–সুনেরাহ কে কাকে কতটা চেনেন?