হোম > বিনোদন > তারকা সংবাদ

বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কথা বলেই কি গ্রেফতার ভারতীয় অভিনেতা!

বিনোদন রিপোর্টার

ভারতের মাটিতে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট ও বিনোদন অঙ্গন। এই ইস্যুতে মন্তব্য করছেন বাংলাদেশের অনেক তারকা। সম্প্রতি ইস্যুটি নিয়ে কথা বলেছেন ভারতের মুসলিম অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল আর খান ওরফে কেআরকে।

গত ২২ জানুয়ারি এক্সে (সাবেক টুইটার) কেআরকে লেখেন, ‘অবশেষে ক্রিকেটের জগৎও ধ্বংসের প্রান্তে এসে ঠেকেছে। বাংলাদেশ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি পাকিস্তানও বহু বছর ধরে ভারতে খেলছে না!’ ২২ জানুয়ারি পোস্টটি করেই ভারতীয় প্রশাসনের নজরে আসেন কেআরকে।

গতকাল শুক্রবার, ২৩ জানুয়ারি, রাতে মুম্বাই পুলিশ কেআরকে-কে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন দাবি তুলেছে নেটিজেনদের একটি বড় অংশ।

তাদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ভারতের আধিপত্যবাদী মনোভাবের সমালোচনা করায় কেআরকেকে টার্গেট করা হয়েছে। কারণ যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি প্রায় এক সপ্তাহ আগের। কেউ এ নিয়ে কেআরকের বিরুদ্ধে কোনো অভিযোগও করেনি। কিন্তু যখনই তিনি ২২ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বললেন, তখনই প্রশাসনের নজরে চলে আসেন এবং আটক হন।

এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অনাগ্রহ প্রকাশ করেছে। যদিও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত জানায়নি।

কেআরকের গ্রেফতার ও তার টুইট ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে, ভারতে ক্রিকেট ও রাজনীতির সম্পর্ক কতটা গভীর? আর মত প্রকাশের স্বাধীনতা নিয়েই বা কতটা স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে?

প্রসঙ্গত, ১৯৭৫ সালে উত্তরপ্রদেশের দেওবন্দে জন্ম কেআরকের। ২০০০ সালের দিকে অভিনয় জগতে পা রাখেন। প্রথম দিকে চিত্রনাট্য লিখতেন। পরে অভিনয় শুরু। নায়ক হিসেবে প্রথম ছবি ‘দেশদ্রোহী’। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এও অংশ নেন তিনি। এই মুহূর্তে নিজের ইউটিউব চ্যানেল চালান। ফিল্ম ক্রিটিক হিসেবে কাজ করছেন। প্রায়ই নানা রকম মন্তব্য করে বিতর্কের জন্ম দেন তিনি।

নায়করাজের স্মরণে দুদিনের আয়োজন

খালেদা জিয়া কেন কুমিল্লা-৬ আসনে প্রার্থী হয়েছিলেন, সেই তথ্য জানালেন আসিফ

পাকিস্তান থেকে যেভাবে বাংলার নায়ক হয়েছিলেন জাভেদ

‘শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে আমি কখনো ভুলব না’

ইলিয়াস কাঞ্চনের ফেরার প্রত্যাশায় তারকারা

এফডিসিতে শেষ শ্রদ্ধা, দাফন উত্তরায়

যেমন করে সময় কাটছে শবনমের

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর গল্প

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, অব্যাহতি চান খিজির হায়াত

দুর্নীতির অভিযোগে মমতাজের চার বাড়ি ও প্লট জব্দের নির্দেশ