হোম > বিনোদন > চলচ্চিত্র

শুরু হচ্ছে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল

বিনোদন রিপোর্টার

ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আউটরিচ প্রোগ্রামের আয়োজনে ১২তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) ২০২৬ শুরু হচ্ছে আজ। উৎসবটি শেষ হবে আগামী কাল।

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ উপস্থাপিত এবং স্টার সিনেপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে ২৪টি দেশের নির্মাতাদের জমা দেওয়া ১৩১টি চলচ্চিত্র থেকে ছয়টি বিভাগে ২৫টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়। জানানো হয়, এবারের বিভাগগুলো হলো— শর্ট ফিল্ম, ওয়ান মিনিট, ভার্টিক্যাল ফিল্ম, ওপেন ডোর, সিটিজেন জার্নালিজম এবং আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর জাহরা নুসরাত, এইচআর ও স্ট্র্যাটেজিক ম্যানেজার এস. এম. রাহনুমা অপসরা, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর সোহান শেখ এবং পিআর ও মিডিয়া ম্যানেজার মোস্ত. রাফিয়া সুলতানা।

উৎসবের প্রথম দিন ইউল্যাব ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার) চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ বছর প্রথমবারের মতো যুক্ত হওয়া সিটিজেন জার্নালিজম বিভাগে সামাজিক ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তন, বাস্তব সমস্যা ও প্রান্তিক মানুষের গল্প তুলে ধরা চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পাশাপাশি আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে চলচ্চিত্রের পেছনের কোনো দক্ষ ক্রু সদস্যকে। ডিআইএমএফএফ ২০২৬-এর জুরি বোর্ডে রয়েছেন নেপালি নির্মাতা দীপেন্দ্র গৌচান, বাংলাদেশি পরিচালক শেখ রাজিবুল ইসলাম, ফরাসি নির্মাতা লিওন দেস্ক্লোজো এবং বাংলাদেশি-ব্রিটিশ লেখক ও নির্মাতা লীসা গাজী।

জাতীয় পুরস্কার নিয়ে বিভ্রান্তি

ফিলিস্তিনের রক্তাক্ত সত্য ঠাঁই পেল অস্কারে

আবারো প্রেক্ষাগৃহে সালমান শাহ’র সিনেমা

সিনেমায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

ইয়াশ ও পারসা’র ‘একসাথে আলাদা’

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আবার রাফীর ছবিতে মিশা সওদাগর

মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’