হোম > বিনোদন > চলচ্চিত্র

ইয়াশ ও পারসা’র ‘একসাথে আলাদা’

বিনোদন রিপোর্টার

আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্ম ‘একসাথে আলাদা’। রেজাউর রহমান নির্মিত ‘একসাথে আলাদা’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা।

নতুন জুটি ও নতুন পরিচালকের হাত ধরে ১ ঘণ্টার এক অনন্য গল্প বলার নতুন এই ফরম্যাট নিয়ে আসছে হইচই। আসন্ন ঈদে মুক্তির মাধ্যমে তারা ১ ঘণ্টার এক নতুন ফিল্ম ফরম্যাট চালু করতে যাচ্ছে।

এই জুটিকেও একসাথে হইচই-এর পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের, আর এই ফিল্মে তাদেরকে একদম নতুন ও সময়োপযোগী অবতারে দেখা যাবে।

এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

পরিচালক রেজাউর রহমান এর আগে সমসাময়িক গল্পের জন্য প্রশংসিত হয়েছেন। এই কনটেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাচ্ছে। ইয়াশ-পারসা দুজনেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। দর্শকদের জন্য এটি এক ঘণ্টার এক রিফ্রেশিং অভিজ্ঞতা হবে।’

অভিনেতা ইয়াস রোহান তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘একসাথে আলাদা-এর স্ক্রিপ্টটা পড়ার সময়ই আমার মনে হয়েছে, এটা আমাদের চারপাশের পরিচিত সব মানুষের গল্প। পোস্টার দেখে দর্শকরা যে আগ্রহ দেখাচ্ছেন, আশা করছি সিনেমাটি মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে।’

অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।’

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘সব সময় আমাদের চেষ্টা থাকে দর্শককে নতুন এবং বৈচিত্র্যময় গল্পের স্বাদ দিতে। সেই ধারাবাহিকতায় একসাথে আলাদা আমাদের বছরের অন্যতম একটি বিশেষ কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস, সহজ-সরল অথচ গভীর আবেগের এই গল্পটি দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নেবে।’

নেপালে পুরস্কৃত গণ অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’

‘ঝামেলায়’ কবীর সুমন, সাথে আছেন আসিফ আকবর

'সবাই আমাকে একটু বেশি শত্রু ভাবে'

আবার রাফীর ছবিতে মিশা সওদাগর

মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

এক যুগ পর সিনেমায় ডলি জহুর

আগামীকাল ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার