হোম > ফিচার > ক্যাম্পাস

হাবিপ্রবিতে ৫৭৬ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

প্রতিনিধি, হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস মহোদয়ের সভাপতিত্বে একনেক সভায় ৫৭৬ কোটি ৯০ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) ২০২৫-২৬ অর্থ বছরে একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্কস সেকশনের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর।

এই উন্নয়ন প্রকল্পের আওতায় একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, সাব-স্টেশন, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ, বাউন্ডারি ওয়াল ও ভূমি উন্নয়নসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও টেকসই শিক্ষা অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ১২-তলা অ্যাকাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রী হল, শিক্ষক-কর্মকর্তা আবাসন, প্রশাসনিক ভবনের ৪র্থ ও ৫ম তলা সম্প্রসারণ, মেডিকেল সেন্টারের ১ম ও ২য় তলা সম্প্রসারণ, ২-তলা নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ আধুনিক জিমনেসিয়াম এবং মসজিদের অনুভূমিক সম্প্রসারণ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্কস সেকশনের পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর‌ বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাবিপ্রবির একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে, শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসন সংকট দূর হবে, এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত হবে।

জবি ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা ও রাজনৈতিক দর্শনের সংকলন

ইন্টারনেট বন্ধ করা যাবে না, অধ্যাদেশের খসড়া অনুমোদন

সীমিত বরাদ্দ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বড় বাধা

রাবিতে শহীদ ওসমান হাদি স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ

শিশুর মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায়

শাবিপ্রবিতে ভর্তি আবেদন ৭২ হাজার শিক্ষার্থীর

২০২৫ সালে গুগলে যেসব বিষয় সবচেয়ে বেশি সার্চ হয়েছে

পান্ডা অ্যান্টের ভয়ংকর হুল

নীল তিমির অজানা কথা