হোম > ফিচার > ক্যাম্পাস

বিশ্বমানে পৌঁছাতে নবীন শিক্ষার্থীরাই অগ্রদূত: ডুয়েট উপাচার্য

স্টাফ রিপোর্টার

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, শিক্ষা, গবেষণা ও প্রকাশনা এবং কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজের মাধ্যমে নবীন শিক্ষার্থীরাই ডুয়েটকে বিশ্বমানে পৌঁছাতে অগ্রদূত হবে।

রোববার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত নবীন বরণ ও 'রুলস্ এন্ড রেগুলেশনস ফর আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, তোমরা কেবল ভালো প্রকৌশলী নয়, দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান প্রতিটি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে বিশ্বমানের জ্ঞানচর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব বাধা বিপত্তি পেরিয়ে গুটিগুটি পায়ে উদ্ধাবন, সৃজনশীলতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ সাধনে বিশ্বের দরবারে ডুয়েট শিক্ষার্থীরা নিজেদের একটা স্থান করে নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপাচার্য নবীন শিক্ষার্থীদেরকে ডুয়েটের সবুজ, শিক্ষাবান্ধব এবং মাদক, রাজনীতি ও আঞ্চলিকতামুক্ত ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত প্রকাশনায় আমাদের অগ্রযাত্রা আজ দেশ হাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃশ্যমান হচ্ছে। আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান। স্বাগত বক্তব্য দেন পরিচালক (হাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

এ সময় এটেনটিভ লিসেনার হিসেবে নবাগত তিনজন শিক্ষার্থীকে আইকিউএসির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক

ঢাবিতে মাদক, ভবঘুরে ও ভ্রাম্যমাণ দোকানি সিন্ডিকেটের দৌরাত্ম্য

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

কুবি শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীর হুমকি, প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ

সাজিদ হত্যার তদন্তে আরো সময় চেয়েছে সিআইডি

আইন ও ভূমি বিভাগে উন্নয়নের দাবিতে জবি ছাত্র ফ্রন্টের ‘দাবি সপ্তাহ’

সাজিদ হত্যা: বিচারহীনতার ১০১ দিনে প্রতীকী ‘লাশ মিছিল’

জবিতে ইউটিএল শাখার আহ্বায়ক ড. আবু লায়েক, সদস্যসচিব ড. আসাদুজ্জামান

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

ডাকসুর ৩৫ বছরের আয়-ব্যয়ের হিসাব নেই