হোম > ফিচার > ক্যাম্পাস

জকসুর চূড়ান্ত আচরণবিধি প্রকাশ, মানতে হবে যেসব নির্দেশনা

প্রতিনিধি, জবি

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং ১২ নভেম্বর থেকে ক্যাম্পাসে সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন এই আচরণবিধি ও নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর (সোমবার) জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

আচরণবিধি অনুযায়ী, প্রতিটি প্রার্থীর মাদকাসক্তি যাচাইয়ে ডোপ টেস্ট নেওয়া হবে। কেউ মাদকাসক্ত প্রমাণিত হলে বা ডোপ টেস্টে অনুপস্থিত থাকলে তার প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। ডোপ টেস্টের ফলাফলের বিরুদ্ধে কোনো আপিল বা আপত্তি গ্রহণযোগ্য হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৭ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন করবে।

নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন। ক্লাস বা পরীক্ষা চলাকালে কোনো শ্রেণিকক্ষে বা পরীক্ষার হলে প্রচারণা চালানো যাবে না। কমিশনের অনুমতি ছাড়া ৫০ জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া নিষিদ্ধ।

কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না। তবে জবির প্রাক্তন শিক্ষার্থীরা রিটার্নিং কর্মকর্তার ইস্যুকৃত বিশেষ পরিচয়পত্র নিয়ে অংশ নিতে পারবেন। একটি পূর্ণাঙ্গ প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, আংশিক প্যানেলের ক্ষেত্রে দুইজন এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ দুইজন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। এই পরিচয়পত্রগুলো প্রচারণা শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

আচরণ বিধিতে আরও বলা হয়, মনোনয়নপত্র বিতরণের আগের দিন অর্থাৎ ১২ নভেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কোনো সামাজিক, সাংস্কৃতিক বা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

কমিশন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণমাধ্যমকর্মীরা প্রধান রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে বুথে প্রবেশ বা লাইভ সম্প্রচার করা যাবে না। বুথের ভেতরে কোনো ভোটার মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবে না। নির্বাচনের দিন ভোট গণনা লাইভ সম্প্রচার করা হবে। প্রার্থীরা ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন, তবে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে তা করা যাবে না।

সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে মনোনয়নপত্র দাখিলের পরদিন থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে। তবে কেন্দ্রীয় লাইব্রেরি যথারীতি খোলা থাকবে।ভোট-গ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। প্রচারণার সময়সীমা প্রতিদিন রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ থেকে ১১ নভেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, বাছাই ১৯ ও ২০ নভেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ডোপ টেস্ট হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।

নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২২ ডিসেম্বর। ভোট গণনাও চলবে একই দিন। ফলাফল ঘোষণা হবে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।

ঢাবি উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই শীর্ষক কর্মশালা

ইউসিএসআই ইউনিভার্সিটির ৬১ শিক্ষার্থী পেলেন ডীন’স অ্যাওয়ার্ড

অনলাইন ও সরেজমিনে মূল্যায়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

গুগল ক্রোমে এআই মোড এখন আরও সহজ

২২ ডিসেম্বর জকসু নির্বাচন অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে ঢাবিতে প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন বইমেলা শুরু

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন

নভেম্বর ফুসফুস ক্যানসার সচেতনতার মাস