হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’। রোববার (২ নভেম্বর ২০২৫) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষদের ওসমান জামাল মিলনায়তনে। এসময় তিনি ছয়জন উদীয়মান শিল্পীকে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য সনদ ও পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসিমুল খবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম এবং প্রদর্শনীর আহ্বায়ক ড. নাসিমা হক মিতু।

উদ্বোধনী বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শিল্পের কোনো সীমানা নেই, এর একটি শাশ্বত ভাষা রয়েছে। সেই ভাষার মাধ্যমেই শিল্পীরা মানুষের হৃদয়ে স্থান করে নেন।”

এই বছর মোট ৪৩ জন শিক্ষার্থীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেণিকক্ষের এক বছরের নির্বাচিত সেরা কাজগুলো নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। প্রয়াত বিশিষ্ট ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান স্মরণে প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে।

এবার সেরা শিল্পকর্মের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন প্রত্যয় সাহা- শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার, চিন্ময় ঘোষ- অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার, অলি মিয়া- ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার, মৃধা মো. রাইয়ান আযীম- অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার, সুমিত রায়- মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার; এবং সুপ্রিয় কুমার ঘোষ- নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার।

প্রদর্শনীটি আগামী ৮ নভেম্বর ২০২৫, শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জয়নুল গ্যালারি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৭

ইসকনের কুশল বরণের জন্য পদোন্নতি বোর্ড বসছে কাল

গ্রাহক পর্যায়ে বাড়ছে ইন্টারনেটের দাম

এডিটেড ছবি ছড়ানোয় ঢাবি শিক্ষক মোনামীর মামলা

হ্যাকারদের ব্যবহৃত প্রযুক্তি

ল্যাপটপে সবসময় চার্জার লাগিয়ে রাখবেন?

তার থেকে তরঙ্গ

ভ্রমণপ্রেমীদের স্মার্টফোন ‘ভি৬০ লাইট’

চিকিৎসা কোনো বাণিজ্য নয়, সেবার পেশা: ডা. এফএম সিদ্দিকী

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি