হোম > ফিচার > ক্যাম্পাস

সাজিদ হত্যার তদন্তে আরো সময় চেয়েছে সিআইডি

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্তে বেশ অগ্রগতি হলেও আরো কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

রোববার (২৬ অক্টোবর) বিকেল তিনটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বৈঠক শেষে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতা ও সাংবাদিকদের উপস্থিতিতে এসব তথ্য দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

মো. সাইফুল ইসলাম বলেন, ‘তদন্তের বিষয়ে মাঝপথে কোনো কিছু বলা সম্ভব না, যদি বলি তাহলে তদন্ত সম্পন্ন না হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তদন্তের বেশ অগ্রগতি হয়েছে, সাজিদকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হত্যা করেছে বলে ধারণা করছি। তবে একটু সময় লাগবে। সে সময়টুকু আমাদের দিতে হবে। আশা করি সবার সহযোগিতা পেলে হত্যাকারীকে বের করতে পারবো।’

তিনি আরো জানান, তদন্ত কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। এজন্য প্রক্টরের মাধ্যমে উপাচার্যের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে প্রশাসন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সিআইডি তদন্তের স্বার্থে প্রয়োজনে যে কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে তথ্য যাচাই-বাছাই করতে পারে। দু’সপ্তাহ পরপর তদন্তের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে, রোববার সকালে সাজিদ আব্দুল্লাহ হত্যা ও বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ‘অন্ধের তদন্ত যাত্রা’ নামক প্রতীকী লাশ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, অভিযুক্ত পলাতক

ঢাবিতে মাদক, ভবঘুরে ও ভ্রাম্যমাণ দোকানি সিন্ডিকেটের দৌরাত্ম্য

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

কুবি শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীর হুমকি, প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ

বিশ্বমানে পৌঁছাতে নবীন শিক্ষার্থীরাই অগ্রদূত: ডুয়েট উপাচার্য

আইন ও ভূমি বিভাগে উন্নয়নের দাবিতে জবি ছাত্র ফ্রন্টের ‘দাবি সপ্তাহ’

সাজিদ হত্যা: বিচারহীনতার ১০১ দিনে প্রতীকী ‘লাশ মিছিল’

জবিতে ইউটিএল শাখার আহ্বায়ক ড. আবু লায়েক, সদস্যসচিব ড. আসাদুজ্জামান

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

ডাকসুর ৩৫ বছরের আয়-ব্যয়ের হিসাব নেই