সংবাদ প্রকাশের জেরে আমার দেশের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিনিধিকে মামলার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মুসা।
এরআগে, ‘ছাত্রদলের এক কমিটিতেই ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ’ শিরোনামে আমার দেশ অনলাইনে বৃহস্পতিবার একটি সংবাদ প্রকাশিত হয়।
এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইন। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুলসহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির হোসেনের সম্পৃক্ততায় অর্থের বিনিময়ে বিশ্ববিদ্যালয় শাখা কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার অভিযোগ-কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার সহ-সভাপতি মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুলসহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির হোসেনসহ বেশ কয়েকজন দায়িত্বশীল প্রভাব বিস্তার করেছেন।
এ সংবাদ সম্মেলনের ভিত্তিতে আমার দেশ অনলাইনে সংবাদ করা হলে বেরোবি প্রতিনিধি সাংবাদিক মো. ইমন আলীকে মামলার হুমকি দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরা।
প্রতিবেদনে ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী ও সংবাদ সম্মেলনে অভিযোগকারী মো. ইমরান হোসাইন ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ মুসার বক্তব্য তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশের পরপরই সাংবাদিক ইমন আলীর মোবাইল ফোনে যোগাযোগ করেন নেতা মুসা এবং পত্রিকা ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় বলে অভিযোগ করেন ইমন আলী ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সাঈদ বলেন, অভিযোগের ভিত্তিতে নিউজ প্রকাশের পরেও প্রভাবশালী মহল থেকে সাংবাদিকের উপর মামলার হুমকি খুবই উদ্বেগজনক। মামলার ভয় দেখিয়ে সাংবাদিককে থামানোর চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
মামলার হুমকি পাওয়া আমার দেশের বেরোবি প্রতিনিধি ইমন আলী বলেন, সংবাদ, সাংবাদিকতার নীতি মেনেই প্রকাশ করেছি। হুমকি দিয়ে, ভয় দেখিয়ে সাংবাদিকতাকে থামানোর চেষ্টা করা হলে তা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হস্তক্ষেপ। সংবাদ প্রকাশের কারণে মামলার হুমকি সাংবাদিকতার পরিবেশ নষ্ট করে। ক্যাম্পাস সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ মুসা মামলার হুমকি দিয়ে বলেন, নিউজ আপনারা করবেন ঠিক আছে আপনাদের পত্রিকা চালাইতে হবে নূন্যতম ওর (ইমরান) কাছ থেকে একটা প্রমাণপত্র নিয়ে নিউজ করবেন। যে কেউ একজন সংবাদ সম্মেলন করল আর আপনারা নিউজ করে দিলেন। পত্রিকাতে আপনি আমার বক্তব্যও দিয়েছেন তবে এটা জোরালো বক্তব্য হয়নি। আপনারাও হয়তো কারো কারো এজেন্ডা বাস্তবায়নে লাগছেন। লাগেন এতে কোনো সমস্যা নাই। আমিতো একটা মামলার দিকে যাব। এখন আমার যদি মনে হয় কোন পত্রিকা তথ্যভিত্তিক নিউজ করে নাই আমি সেখানে সাংবাদিক কেউ এড করতে চাই।