হোম > ফিচার > ক্যাম্পাস

আবারো পেছালো জকসু নির্বাচন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গ্রহণের তারিখ আবারো পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এবার নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে। এর মধ্যে যেসব কাজ বাকি রয়েছে, সেগুলো সম্পন্ন করে সব ফরমালিটি শেষ করা হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আশাবাদী।

এদিকে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন-২০২৫-এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার), চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রোববার) সকাল ৯টা থেকে বিকাল ৩টা, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর (রোববার), নির্বাচনী প্রচারণা ১৫-২৭ ডিসেম্বর (সোমবার-শনিবার, মোট ১৩ দিন), ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা ৩০ ডিসেম্বর (ভোট গ্রহণের পর), ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর (মঙ্গলবার বা বুধবার, ভোট গণনার পর)।

এর আগে একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এ সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করেছে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে নির্বাচন কমিশন।

ডেঙ্গুতে সারা দেশে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

দুই লাখ ছাড়ালো রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন

আমার দেশের বেরোবি প্রতিনিধিকে ছাত্রদল নেতার মামলার হুমকি

মেট্রোরেলে চলার সহবত

ভিসির দপ্তরে ‘মুলা’ পাঠিয়ে নীরব প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

ছাত্রদলের এক কমিটিতেই ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ

সাইটেশন জালিয়াতি করে ‘সেরা গবেষক’ শেকৃবির প্রোভিসি অধ্যাপক বেলাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অব্যাহত কর্মবিরতি

নির্ধারিত সময়ে ‎ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি