হোম > ফিচার > ক্যাম্পাস

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবিতে শিবিরের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ও উস্কানিমূলক স্লোগানের ঘটনায় ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শাখা ছাত্রশিবির।

বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে শিবিরের নেতাকর্মীরা ‘এই মুহূর্তে দরকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘চাঁদাবাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লাল সন্ত্রাসের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আদুভাইরা অবরোধ করে, প্রশাসন কি করে?’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ছাত্রদল-বিএনপির বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে হামলা চালাবে আর প্রশাসন এসি রুমে বসে তা মনিটরিং করবে—এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে নিরাপত্তা দপ্তরের প্রহরীরা ব্যর্থ হয়েছেন। এই নিরাপত্তা দপ্তর দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

এ সময় শাখার অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, গত সোমবার চলমান আন্দোলনের সময় সন্ধ্যার পর হাটহাজারী থেকে স্থানীয় বিএনপি-ছাত্রদলের দুইশ থেকে তিনশো জনের একটি বহর বিশ্ববিদ্যালয়ের মূল গেইট অবরোধ করে ‘ধর ধর শিবির ধর, জবাই কর’ স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম ঘটনা যে বহিরাগতরা এসে ক্যাম্পাস অবরোধ করে।

উল্লেখ্য, চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতেই ওইদিন জিরো পয়েন্টে এ অবস্থান নেয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন।

ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবিতে ইবিতে বিক্ষোভ

হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ডাকসুর কর্মসূচি ঘোষণা

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল রাবি

হাদির রক্তের শপথ: ‘আমরা প্রত্যেকে এখন হাদি’

মেয়াদ শেষেও আওয়ামীপন্থি ডিনদের বহাল, রাকসু জিএসের হুঁশিয়ারি

হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয়ের উপায়

বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের অভিযোগে ঢাবিতে ‘আজাদী’ বিক্ষোভ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি: ধর্ম উপদেষ্টা