জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা ৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত শর্ত মেনে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। শর্ত অনুযায়ী, ব্যবহারকারীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা–২০২৫ এবং নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শৃঙ্খলা বিধিও অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ যদি এই বিধি লঙ্খন করেন বা আইন-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার লাইব্রেরি ব্যবহারের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।