জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরের মধ্যে সম্ভব না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজনের দাবি জানিয়েছে জবি ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জকসু নির্বাচন আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পাস করতে সময় লাগায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন প্রশাসনের জন্য জটিল হতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সময়োপযোগী প্রস্তুতি গ্রহণ করা জরুরি। পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বর্তমানে পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল নিয়ে ব্যস্ত রয়েছেন, যা নির্বাচনে অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।
সংগঠনটি তিনটি দাবি জানিয়েছে—
১. নভেম্বরের ২৭ তারিখে নির্বাচন আয়োজন সম্ভব না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তা অনুষ্ঠিত করতে হবে; ২. নির্বাচন প্রক্রিয়া ও সময়সূচি নির্ধারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে প্রাধান্য দিতে হবে; ৩. বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবিত করতে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সংগঠনটি স্মারকলিপিতে আরও জানায়, “আমরা শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণের পক্ষে কাজ করি। তাই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন না হলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”