হোম > ফিচার > ক্যাম্পাস

ভবিষ্যতে কর ব্যবস্থায় দুর্নীতি থাকবে না : এনবিআর সদস্য কায়কোবাদ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বাংলাদেশের কর প্রশাসন এখন প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ব্যবস্থার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। তিনি বলেন, “বাংলাদেশে অনলাইন কর ব্যবস্থা এখন উন্নত প্রযুক্তির আওতায় এসেছে। এর ফলে ভবিষ্যতে কর ব্যবস্থায় দুর্নীতি থাকবে না। এখন করদাতারা ঘরে বসেই কর প্রদান করতে পারবেন।”

শনিবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘অনলাইন রিটার্ন দাখিল’ বিষয়ক কর্মশালাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালাটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. শহিদুল জাহিদ।

আলোচনায় অংশ নেন কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, অতিরিক্ত কর কমিশনার মো. হাফিজ আল আসাদ, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আমিরুল করিম মুন্সী এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ।

কর্মশালায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হুসাইন আব্দুর রহমান। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া, তথ্য নিরাপত্তা, কর সংক্রান্ত নীতিমালা এবং ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, অনলাইন কর দাখিল প্রক্রিয়া সম্পর্কে দক্ষতা অর্জন এবং কর প্রশাসনের আধুনিক পদ্ধতি সম্পর্কে অবহিত হওয়ার জন্য শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। ইভেন্টটির পার্টনার প্রতিষ্ঠান ছিল সোনালি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৭

ইসকনের কুশল বরণের জন্য পদোন্নতি বোর্ড বসছে কাল

গ্রাহক পর্যায়ে বাড়ছে ইন্টারনেটের দাম

এডিটেড ছবি ছড়ানোয় ঢাবি শিক্ষক মোনামীর মামলা

হ্যাকারদের ব্যবহৃত প্রযুক্তি

ল্যাপটপে সবসময় চার্জার লাগিয়ে রাখবেন?

তার থেকে তরঙ্গ

ভ্রমণপ্রেমীদের স্মার্টফোন ‘ভি৬০ লাইট’

চিকিৎসা কোনো বাণিজ্য নয়, সেবার পেশা: ডা. এফএম সিদ্দিকী

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি