হোম > ফিচার > ক্যাম্পাস

৬ দিনে রাবির ভর্তি পরীক্ষার আবেদন লক্ষাধিক

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের শুরু হয়েছে গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে। এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১ হাজারটি।

বুধবার (২৬ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১ হাজারটি। 'এ' ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৩৯ হাজার, 'বি' ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৯ হাজার ৬৫০টি এবং 'সি' ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৫২ হাজার ৩৫০টি।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা 'সি' ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

'এ' (মানবিক) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা, 'বি' (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১,১০০ টাকা ও 'সি' (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা। সকল ফি ১০% সার্ভিস চার্জসহ।

উত্তরায় ঢাবি শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের সম্ভাব্যতা যাচাই

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জকসু নির্বাচনের ডোপ টেস্ট স্থগিত

১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা

আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা জানালো ডাকসু ও ছাত্রদল

যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ

টায়ার জ্বালিয়ে বাকৃবিতে রেললাইন অবরোধ

ছাত্রদল সমর্থিত জকসু প্রার্থীর প্রচারণায় জবির পরিবহন প্রশাসক

রাসুল (সা.)-এর শিক্ষাপদ্ধতি অনুসরণ করলে বর্তমান প্রজন্মও হবে শ্রেষ্ঠ

প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে আইইউবিএটি ও ওডুর মধ্যে সমঝোতা স্বারক

শেখ হাসিনা প্রসঙ্গে ছাত্রসমাজ কী ভাবছে