হোম > ফিচার > ক্যাম্পাস

চবি শিবিরের নতুন সভাপতি চাকসু ভিপি ইব্রাহিম, সেক্রেটারি পারভেজ

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। আর সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ পারভেজ।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি মিলনায়তনে আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমফিলে অধ্যয়নরত রয়েছেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর সেক্রেটারি মোহাম্মদ পারভেজ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্সে বিভাগের শিক্ষার্থী। তিনি একই পদে গত বছর দায়িত্ব পালন করেছেন।

সংগঠনের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মোহাম্মাদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম হোসেন রনি।

শিবিরের এই জরুরি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

জকসু নিয়ে ন্যারেটিভের জরিপ, শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির

ইউজিসিতে অনুমোদন, মন্ত্রণালয়ে যাচ্ছে কুকসুর গঠনতন্ত্র

চ্যাটজিপিটির সাহায্যে উত্তর করতে গিয়ে জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী আটক

ম্যানুয়ালি ভোট গণনাসহ দুই দফা দাবি জবি ছাত্রদলের

শহীদ হাদি, আবরার ও ফেলানীর নামে হলের নামকরণ দাবি

জকসু নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের

৯ দিনের শীতকালীন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জবি শিক্ষার্থীদের যাযাবর জীবনের অবসান ঘটাব

জকসু নির্বাচন: টাকা ও চকলেট বিতরণের কথা স্বীকার ছাত্রদলের জিএস-এজিএস প্রার্থীর

জকসু নির্বাচনে ভোটারদের জন্য ১২ নির্দেশনা