হোম > ফিচার > ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, প্রশাসনের গাফলতির অভিযোগ

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু’টি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।

রোববার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে শিক্ষার্থীদের নজরে আসতেই এগুলো সরিয়ে ফেলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন ও আবাসিক ছাত্র হল আলাওলের মূল ফটকে দু’টি ব্যানার টাঙানো হয়। এর মধ্যে রেল স্টেশনে টাঙানো একটি ব্যানারে ইংরেজিতে লেখা ‘জনতার অরাজকতাকে ভিত্তি করে গঠিত অবৈধ আইসিটি আইনের অস্ত্রায়ন বন্ধ করো, শেখ হাসিনার প্রহসনমূলক বিচার বন্ধ করো।’ বাংলাদেশ ছাত্রলীগ। এই ব্যানারের এক পাশে বর্তমানে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে।

অন্য ব্যনারটিতে লেখা ‘সেন্টমার্টিন ও চট্টগ্রাম বিদেশীদের হাতে দিব না। জাগো বাঙালি জাগো, মাতৃভূমি রক্ষা করো। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।’ এই ব্যানারে শেখ মুজিব, শেখ হাসিনা, এবিএম মহিউদ্দীন চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেল ছবি রয়েছে।

এদিকে ছাত্রলীগের এ তৎপরতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ক্ষোভ প্রকাশ করে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি ফেসবুকে লেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু’টি স্থানে রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টাঙানো হয়েছে। তারা ভুলে গেছে এটা শহিদ তরুয়া ও শহিদ ফরহাদের রক্তসিক্ত পবিত্র ক্যাম্পাস। ক্যাম্পাস নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়।

জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান আমার দেশকে বলেন, সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে কর্মরত এবং ক্যাম্পাসে অবস্থান করা ছাত্রলীগ কর্মীরাই ব্যানারগুলো টাঙিয়েছে।

আমরা অনেক আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানিয়েছিলাম যে, পুরো ক্যাম্পাস যেন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়। কিন্তু তারা সেটা শোনেননি।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী আমার দেশকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফলতির কারণে ছাত্রলীগ এ কাজ করার সুযোগ পেয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের বিচার চাই এবং এ ঘটনায় আমরা সাংগঠনিকভাবে কর্মসূচী পালন করবো।

এ বিষয়ে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি

ভবিষ্যতে কর ব্যবস্থায় দুর্নীতি থাকবে না : এনবিআর সদস্য কায়কোবাদ

পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য

ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

বন্দর–করিডর প্রদানের বিরুদ্ধে রাজধানীতে এনডিএফ’র বিক্ষোভ

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন

শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

কলেজ ছাত্রবাসে ছাত্রদল কর্মীর গাঁজা সেবন

‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে: সাদিক কায়েম

আমার দেশ প্রতিনিধি নাহিদুল ইসলাম বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক