হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবি শিক্ষক মোনামীর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের প্রতিবাদ বিভিন্ন সংগঠনের

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত সাইবার বুলিং,ছবি বিকৃতি ও মানহানিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে আদর্শ মহিলা শিক্ষক ফেডারেশন এবং পেশাজীবী মহিলা ফোরাম।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো আলাদা বিবৃতিতে সংগঠন দুটির নেতারা এই প্রতিবাদ জানান।

আদর্শ মহিলা শিক্ষক ফেডারেশনের সভানেত্রী সাবরীনা শারমিন ও সেক্রেটারি রেহানা সুলতানা তাদের বিবৃতিতে বলেন, একজন শিক্ষকের প্রতি অপমানজনক ও আক্রমনাত্নক আচরণ কেবল ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করেনা, বরং এটা গোটা শিক্ষক সমাজ ও শিক্ষাঙ্গনের প্রতি অসম্মান প্রদর্শন। শিক্ষকরা সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি—তাদের বিরুদ্ধে অপপ্রচার রোধে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সব শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।

পেশাজীবী মহিলা ফোরামের সেক্রেটারি উম্মে নওরিন তার বিবৃতিতে বলেন, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মানহানিকর প্রচারণার মাধ্যমে কতিপয় গোষ্ঠী তাদের তাদের হীন মানসিকতার পরিচয় দিচ্ছে। একটি সামাজিক মর্যাদাপূর্ণ জাতি হিসেবে এ ধরনের আচরণ আমাদের শুধু নৈতিকভাবে নয় নিজেদের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

আমরা পেশাজীবী মহিলা ফোরামের পক্ষ থেকে নারীদের প্রতি এই সব সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

বর্ণাঢ্য আয়োজনে সুবিপ্রবি’র প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী

ডিসেম্বরে প্রথম সপ্তাহে জকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

বুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ছাত্রসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

ব্রাকসু নির্বাচন ঠেকাতে নানামুখী তৎপরতা

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির