হোম > ফিচার > ক্যাম্পাস

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে সংগীত বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

সংগীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা বলেন, প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের প্রতিবাদে আজ আমরা রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা একযোগে মাঠে নেমেছি। আমরা যুক্তির ভিত্তিতে দাবি জানাই—শিশুদের মনন ও মেধা বিকাশের জন্য প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষা অপরিহার্য। ছোটবেলা থেকেই সংগীত শিক্ষা থাকলে ভবিষ্যতে উচ্চশিক্ষায় বিষয়টি আরো সহজ হতো।

সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক সায়লা তাসমিন বলেন, সংগীত শিক্ষক পদটি যখন থেকে সৃষ্টি হয়েছে, তখন থেকেই আমরা যারা সংগীত চর্চা করি, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করার পর এখানেই শিক্ষকতা করছি। আমাদের সংগীত বিভাগ থেকে এখন পর্যন্ত প্রায় ২৫টি ব্যাচের শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছে। অনেকে প্রশ্ন করেন, সংগীত বিভাগের শিক্ষার্থীরা কি অন্যান্য বিষয়ে কাজ করতে পারে? আমি বলি— অবশ্যই পারে। সংগীত এমন একটি বিদ্যা যা মানুষের সংবেদনশীলতা, মননশীলতা ও সৃজনশীলতাকে বিকশিত করে; ফলে সংগীত শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় নিজেদের দক্ষভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।

উল্লেখ্য, মানববন্ধনে সংগীত বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই শীর্ষক কর্মশালা

ইউসিএসআই ইউনিভার্সিটির ৬১ শিক্ষার্থী পেলেন ডীন’স অ্যাওয়ার্ড

অনলাইন ও সরেজমিনে মূল্যায়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

২২ ডিসেম্বর জকসু নির্বাচন অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে ঢাবিতে প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন বইমেলা শুরু

জকসুর চূড়ান্ত আচরণবিধি প্রকাশ, মানতে হবে যেসব নির্দেশনা

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বেরোবিতে প্রাণচাঞ্চল্য

বিএনপিপন্থি চার কমিশনারের পদত্যাগে শিক্ষার্থীদের উদ্বেগ

দায়িত্ব গ্রহণের আগেই ‎ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ‎