হোম > ফিচার > ক্যাম্পাস

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে দোয়া

প্রতিনিধি, কুবি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদ এবং ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ইউট্যাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, “১৭ বছর ধরে নানা নির্যাতনের পরও যাকে দমানো যায়নি, তিনি হলেন বেগম জিয়া। সবকিছু পাশ কাটিয়ে তিনি দলকে আগলে রেখেছেন। জাতির সংকটময় সময়ে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।”

ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুবি ইউট্যাবের সদস্য ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম.এম. শরিফুল করীম বলেন, গণতন্ত্রের মা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা একত্রিত হয়েছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই দোয়া করছি।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন কুবি শাখা ছাত্রশিবিরের

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, বিএনপিকে লাল কার্ড দেখালেন রাবির শিক্ষার্থীরা

‘বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে’

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি

চার মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করল জাকসু

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ঢাবিতে স্মরণসভা

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা