হোম > ফিচার > ক্যাম্পাস

রাবি অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার হুমকির অভিযোগ

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর শারীরিক হামলার হুমকি ও অসদাচরণের অভিযোগ তুলে তার বহিষ্কারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (০৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩য় গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বিভাগের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে সহকারী অধ্যাপক তানজিল ভূঁইয়া ও ওই বিভাগের শিক্ষার্থী তাসনিন জাহান মিম-এর ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে তানজিল ভূঁইয়ার সাবেক স্ত্রী অভিযোগ তুললেও তখন তাসনিন মিম সেটিকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে লিখিতভাবে অস্বীকার করেন। পরবর্তীতে তিনি নিজ ফেসবুক ওয়ালে বিয়ের বিষয়টি স্বীকার করে পোস্ট দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো, অ্যাকাডেমিক পরিবেশ নষ্ট করা ও সহপাঠীদের প্রতি অশালীন আচরণ করায় তাসনিন মীমকে তারা বয়কটের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে বুধবার দুপুরে তারা বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিতে গেলে সভাপতি অভিযোগ-পত্র নিতে অস্বীকৃতি জানান। পরে শিক্ষার্থীরা বিভাগের অফিসে অভিযোগ-পত্র দিতে গেলে সহকারী অধ্যাপক তানজিল ভূঁইয়া নিজ চেম্বারের দরজা ভেঙে আক্রমণাত্মক-ভাবে শিক্ষার্থীদের দিকে তেড়ে আসেন এবং মারধরের হুমকি দেন।

শিক্ষার্থীরা জানান, এ সময় বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসেন ও অফিস কর্মচারীরা তাকে থামানোর চেষ্টা করলেও তিনি বারবার আক্রমণের চেষ্টা চালান।

এর আগে অভিযুক্ত শিক্ষকের দ্বিতীয় স্ত্রী তাসনিন জাহান মিম গত ১৫ মে ক্লাস চলাকালীন বিভাগের শিক্ষকের উপর খাতা ছুড়ে মারেন এবং অস্বাভাবিক আচরণ করেন।

অধ্যাপক তানজীল ভুঁইয়ার প্রথম স্ত্রীর ভাষ্যমতে, ওই মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে এবং আরো জানা যায় যে কড়ুইতলায় একটি বাসাতে তারা একসাথে বসবাস করে। তার পরিপ্রেক্ষিতে সে এটা না স্বীকার করে।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহকারী অধ্যাপক তানজিল ভূঁইয়ার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং দুই কর্ম-দিবসের মধ্যে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের আগেই ‎ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ‎

বিশেষ গোষ্ঠীর মন রক্ষা করতে জকসু নির্বাচন পিছিয়েছে কমিশন

গাকৃবির সঙ্গে ব্র্যাক সিডের চুক্তি স্বাক্ষর

জকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২২ ডিসেম্বর

রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

বর্ণাঢ্য আয়োজনে সুবিপ্রবি’র প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী

ডিসেম্বরে প্রথম সপ্তাহে জকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

বুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ