রাজধানীর সাত'টি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র (ঢাকেবি) ২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করা ও ক্লাস শুরুর দাবিতে অবস্থান ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা
রোববার দুপুর দেড়টা থেকে ঢাকেবির অন্তবর্তী প্রশাসকের কার্যালয় ও ঢাকা কলেজের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষা টালবাহানা, চলবে না চলবে না; ভর্তি নিয়ে টালবাহানা, চলবে না চলবে না; শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা; সিন্ডিকেটের গদিতে, আগুন জ্বালাও একসাথে ইত্যাদি স্লোগান দেন
ঢাকেবির ২৪-২৫ সেশনের শিক্ষার্থী ফুয়াদ বলেন, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে আমাদের বারবার তারিখ দেওয়া হচ্ছে যে ভর্তি কার্যক্রমের কাগজপত্র জমা দেয়ার জন্য।
কিন্তু কোন রকম ভাবে প্রসাশন আমাদের কাগজপত্র নিচ্ছে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ১ম সেমিস্টার শেষ হয়ে ২য় সেমিস্টার শুরু হতে যাচ্ছে। কিন্তু আমাদের কোনো কিছুই হচ্ছে না। এজন্যই আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি আমাদের ভর্তি কাগজপত্র জমাদান ও ক্লাস শুরুর দাবিতে।
তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী তাদের অভিভাবক নিয়ে ভর্তি কার্যক্রম নিশ্চিত করার জন্য কাগজপত্র জমা দানের জন্য উপস্থিত হয়েছেন, তবে প্রশাসন কাগজপত্র জমা নিচ্ছে না বিদায় শিক্ষার্থী এবং অভিভাবকগণ হতাশায় ভুগতেছে। তারই পরিপেক্ষিতে আমাদের আজকের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি।
ঢাকেবির অধীনে ইডেন কলেজে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী শান্তা বলেন, আজকে ভর্তির কাগজপত্র জমা নেওয়ার কথা ছিলো। ইডেনে কাগজ জমা দিতে গেলে তারা বলে ঢাকা কলেজে যেতে। এখন এখানেও কাগজ জমা নিচ্ছে না। আমরা হয়রানির শিকার হচ্ছি। আমাদের ভবিষ্যত নিয়ে এভাবে তামাশা বন্ধ করার জন্য শিক্ষক ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।