হোম > ফিচার > ক্যাম্পাস

চার মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করল জাকসু

জাবি প্রতিনিধি

দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) জাকসু ভবনের সামনে আয়োজিত ‘জাকসুর চার মাসের কার্যবিবরণী’, অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও বিভিন্ন ধরনের উদ্যোগের বিবরণী তুলে ধরা হয়।

গত চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন জাকসু নেতারা।

জাকসুর তুলে ধরা কার্যবিবরণীর মধ্যে রয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় কার্ট সংযোজন,পরিবেশ বান্ধব অটোরিকশা চালু, পূজার ছুটিতে দূরপাল্লার বাস সরবরাহ।

ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে প্রান্তিক, ডেইরি ও এমএইচ গেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির জন্য প্রশাসনের সাথে সভা ও র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এন্টি-র‍্যাগিং সেল গঠন।

স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল সেন্টারে ওজন মাপার যন্ত্র ও নেবুলাইজার সংযুক্ত করা হয়। ৮৫ ধরনের ওষুধ সরবরাহ এবং ৭ জন খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। মেডিকেল ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাকসুর তত্ত্বাবধানে বটতলার খাবারে ঢাকনা ব্যবহার নিশ্চিত করা হয়। অভ্যন্তরীণ দোকান মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্যাফেটেরিয়া খোলা রাখার সময়সীমা বৃদ্ধি এবং বিকেলের নাস্তা চালু করা হয়।

পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সংরক্ষণে ওয়েস্ট ম্যানেজমেন্ট সরেজমিন পর্যবেক্ষণ ও ক্যাম্পাসের প্রায় ২০টি আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়। ক্যাম্পাসে ৪০টি স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়। পথের প্রাণ ও জাকসুর যৌথ উদ্যোগে ক্যাম্পাসের বিড়াল ও কুকুরদের ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়। শীতকালীন অতিথি পাখির আগমনের আগে মনপুরা লেক সংস্কার ও মাচা নির্মাণ করা হয়।

ক্রীড়া ও সংস্কৃতির অংশ হিসেবে ফ্রেন্ডলি ক্রিকেট ও বাস্কেটবল ম্যাচ, ই-ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃহল শর্টপিচ টুর্নামেন্ট আয়োজন করা হয়। লালন সন্ধ্যা, পালা উৎসব, কবি ফররুখ আহমদ স্মরণ অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা, র‍্যালি ও চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। জাকসু ও বিকেএসপির সমন্বয়ে Self Defence & Cultural Night আয়োজন করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে “মনের যত্ন: একাডেমিক ও ব্যক্তিগত জীবনের সমন্বয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। Career Path & Higher Education Expo আয়োজনের মাধ্যমে প্রায় দুই হাজার শিক্ষার্থী সেবা গ্রহণ করেন। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রীদের নিয়ে বিশেষ আয়োজন করা হয়।

সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে জাকসু ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। তিস্তার ন্যায্য পানির দাবিতে রংপুরের শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানানো হয়। বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনেও জাকসু সংহতি প্রকাশ করে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন ছয়টি হলে গ্যাস সংযোগ সম্পন্ন করা হয়। কলা অনুষদের পার্কিং সমস্যা সমাধানে সাইকেল স্ট্যান্ড স্থাপন করা হয়। ঢাকা–আরিচা মহাসড়কসংলগ্ন এলাকায় ফুটপাত নির্মাণ, আলোকসজ্জা, স্পিডব্রেকার ও সড়ক সংস্কারসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন ও প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও আগামী রমাজনকে কেন্দ্র করে স্বাস্থ্য বিষয়ক সেমিনারসহ বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ঢাবিতে স্মরণসভা

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিপিএলের ট্রফি নিয়ে রাবিতে ছাদখোলা বাসে এলেন শান্ত–মুশফিকেরা

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন

জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়