হোম > ফিচার > ক্যাম্পাস

রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

প্রতিনিধি, রাবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন।

শিবির সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল বিগত কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি এমফিলে অধ্যয়নরত আছেন।

অন্যদিকে, নির্বাচিত সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮–২০১৯ সেশনের শিক্ষার্থী। নতুন নেতৃবৃন্দ শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

সদস্য সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখা সদস্যবৃন্দ।

ওসমান হাদি ও বেগম জিয়ার স্মরণে ঢাবি শিক্ষার্থীদের রোজা-মোনাজাত

শাকসু নির্বাচন নিয়ে যা জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

খালেদা জিয়ার মৃত্যুতে জবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৪ হাজার, সময় শেষ আজ

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে চাকসুর ৩ বাস

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের দোয়া

শিক্ষক হেনস্তার বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর বাস সার্ভিস