হোম > ফিচার > ক্যাম্পাস

‘বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে’

প্রতিনিধি, জবি

ছবি: আমার দেশ।

ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে—এমন অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও তাদের নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল ও সহিংস আচরণে লিপ্ত হয়ে দেশে নব্য ফ্যাসিবাদের রূপায়ণ ঘটাতে চাইছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

শেরপুরের একটি ঘটনার উদাহরণ টেনে আব্দুল আলিম আরিফ দাবি করেন, শেরপুর-৩ আসনে বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন বলেও তিনি উল্লেখ করেন। তার অভিযোগ, বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিরোধী মতের ওপর হামলা সুষ্ঠু নির্বাচনি প্রচারণার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিগত ১৬ মাস ধরে বিএনপি ও তাদের লোকজন যে নয়া ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা চালাচ্ছে, তারই একটি নতুন রূপায়ণ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে তাদের আরো উচ্ছৃঙ্খল সহিংস আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ক্ষমতার মোহে বিএনপি আজ অন্ধ। তারা সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার পাঁয়তারা করছে।’

নারীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরে জকসু জিএস আরও লেখেন, ‘বিশেষত নির্বাচনি প্রচারণার সময় নারীদের ওপর হামলা করছে এই দলের নেতা-কর্মীরা, যা ন্যক্কারজনক। প্রকাশ্য জনসভায় নারীদের শ্লীলতাহানির ঘোষণাও দিতে দেখা যাচ্ছে বিএনপির নেতা-কর্মীদের। একই সঙ্গে নিকাবি ও হিজাবি মা-বোনদের বিরুদ্ধে ফোবিয়া তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।”

পোস্টের শেষ অংশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের সচেতন ছাত্র-জনতা মাফিয়াদের এই নব্য ফ্যাসিবাদ রুখে দিতে প্রস্তুত। তিনি দাবি করেন, আগামী ১২ জানুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ নারী হেনস্থাকারী, টেন্ডারবাজ ও মাফিয়াদের উপযুক্ত জবাব দেবে।

নিয়োগ আটকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ, উত্তপ্ত ইবি

চার মাসের কাজের ফিরিস্তি প্রকাশ করল জাকসু

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

চবি সাংবাদিককে ‘পাহাড়ে নিয়ে মারার’ হুমকি ছাত্রদল নেতার

ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী

ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ঢাবিতে স্মরণসভা

রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বিপিএলের ট্রফি নিয়ে রাবিতে ছাদখোলা বাসে এলেন শান্ত–মুশফিকেরা

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫২ জন