হোম > ফিচার > ক্যাম্পাস

ইউজিসিতে অনুমোদন, মন্ত্রণালয়ে যাচ্ছে কুকসুর গঠনতন্ত্র

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (কুকসু) গঠনতন্ত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুমোদিত হয়েছে। গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগ্‌গিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার বিষয়টি নিশ্চিত করেন ইউজিসি গঠিত কমিটির সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কুকসুর খসড়া গঠনতন্ত্র মেইল ও ডাকযোগে ইউজিসিতে পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের ১৮ দিন পর, ২৮ ডিসেম্বর তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকেই কিছু সংশোধন সাপেক্ষে গঠনতন্ত্রটি অনুমোদন দেয় কমিটি। সংশোধনগুলো মূলত বানানগত ও ক্লারিক্যাল (প্রশাসনিক) সংশোধন বলে জানা গেছে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম বলেন, দীর্ঘদিন ধরে কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের অপেক্ষায় ছিলাম আমরা। ইউজিসিতে গঠনতন্ত্র পাশ হওয়া আমাদের জন্য বড় স্বস্তির খবর। এতে ছাত্র সংসদ কার্যকর হওয়ার পথ আরও পরিষ্কার হলো। আশা করছি, শিক্ষা মন্ত্রণালয় দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদন দেবে এবং খুব শিগগিরই কুকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম বলেন, আজকের মিটিংয়ে গঠনতন্ত্র নিয়ে খুব ভালো অগ্রগতি হয়েছে। ইউজিসির গঠিত কমিটি খসড়া গঠনতন্ত্রটি কিছু ছোটখাটো সংশোধনসহ অনুমোদন দিয়েছে। এগুলোর মধ্যে বানানগত ও ক্লারিক্যাল সংশোধন রয়েছে। আমরা দুই-এক দিনের মধ্যেই এগুলো ঠিক করে পাঠিয়ে দিলে ইউজিসি এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মহামান্য আচার্যের কাছে পাঠাবে। আশা করছি, পুরো প্রক্রিয়াটি খুব বেশি সময় নেবে না।

তিনি আরো বলেন, গঠনতন্ত্রটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন পাবে।

ইউজিসি গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার এবং উপসচিব (লিগ্যাল) রোজিনা খান। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ইউজিসির সরকারি সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব।

চ্যাটজিপিটির সাহায্যে উত্তর করতে গিয়ে জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী আটক

ম্যানুয়ালি ভোট গণনাসহ দুই দফা দাবি জবি ছাত্রদলের

শহীদ হাদি, আবরার ও ফেলানীর নামে হলের নামকরণ দাবি

জকসু নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের

৯ দিনের শীতকালীন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জবি শিক্ষার্থীদের যাযাবর জীবনের অবসান ঘটাব

জকসু নির্বাচন: টাকা ও চকলেট বিতরণের কথা স্বীকার ছাত্রদলের জিএস-এজিএস প্রার্থীর

জকসু নির্বাচনে ভোটারদের জন্য ১২ নির্দেশনা

তথ্য চাওয়ায় সাংবাদিকদের ‘স্টুপিড’ বললেন জবি অধ্যাপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রতি আসনের জন্য লড়ছেন ৮৫ জন