সাম্প্রতিক পরপর কয়েক দফা ভূমিকম্পে শিক্ষার্থীদের আতঙ্ক ও নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে আজ রোববার সকাল ১০টায় ঢাবির প্রভোস্ট কমিটির এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বিভিন্ন হলের প্রভোস্টরা যুক্ত ছিলেন।
সভা শেষে প্রভোস্ট কমিটি পাঠানো বিজ্ঞপ্তিতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়। প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ ২৩ নভেম্বর, রোববার বিকেল ৫টার মধ্যে খালি করতে প্রভোস্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। হল ত্যাগের সময় শিক্ষার্থীদের নিজেদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হওয়ার পাশাপাশি রুমের চাবি সংশ্লিষ্ট হল প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ডাইনিং ও ক্যান্টিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।